মানুষ
মানুষ নামে অমানুষে আছে অন্তমিল
ষোল আনা হয়না খাটি কারোরই ভাই দিল।
চাপে পড়ে পাপের পাশে
ইচ্ছে নাই তবুও হাসে।
ভাল লোকের লেবাস পড়ে
কুকর্ম সব তারাই করে।
কেউ বা আছে কিছু ভাল
প্রতিবাদ নেই অন্যায়, কালোয়।
বলছি আমি এটায় শিউর
একশ পারসেন্ট কেউ নেই পিউর।
একশ পারসেন্ট তখনই পাবে
যখন সে ঘুমিয়ে রবে।
ষোল আনা হয়না খাটি কারোরই ভাই দিল।
চাপে পড়ে পাপের পাশে
ইচ্ছে নাই তবুও হাসে।
ভাল লোকের লেবাস পড়ে
কুকর্ম সব তারাই করে।
কেউ বা আছে কিছু ভাল
প্রতিবাদ নেই অন্যায়, কালোয়।
বলছি আমি এটায় শিউর
একশ পারসেন্ট কেউ নেই পিউর।
একশ পারসেন্ট তখনই পাবে
যখন সে ঘুমিয়ে রবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাহিত্যের পোকা ১৩/০৯/২০১৫অনেক সুন্দর। চালিয়ে যান।
-
অস্পষ্ট ছবি ১২/০৯/২০১৫দারুন লিখেছেন।
-
মেহেদী হাসান (নয়ন) ১২/০৯/২০১৫ঠিক বলেছেন। অসাধারণ লিখছেন কবি।
-
মোঃ মুসা খান ১১/০৯/২০১৫Line guli Bujte kosto hoecilo
-
কিশোর কারুণিক ১১/০৯/২০১৫বেশ
-
রইস উদ্দিন খান আকাশ ১১/০৯/২০১৫দারুণ বলেছেন