তোমায় নিয়ে ভাবনা
তুমি হাস আমি হাসি
চোখে চোখে কথা হয়
কখনো বল না ভালবাসি।
আমার করুন দৃষ্টি
বুঝেনি আজও তুমি
মেঘ নাকি বৃষ্টি।
অনাবাদী জমিনে কি করে হবে
অনবদ্য সৃষ্টি।
হাসতে চাইলে হাস
মনের মাঝে আস
আমি তো নয় হাসির খোরাক
নীল আকাশকে দেখ।
বাঁকা ঠোটের হাসি টুকু
আমার করে রাখ।
এমনই করেই ভাবনা আমার
মনের মধ্যে আসে,
হাজার তারায় মেঘের ভেলায়
স্বপ্ন আমার তোমায় নিয়ে ভাসে।
চোখে চোখে কথা হয়
কখনো বল না ভালবাসি।
আমার করুন দৃষ্টি
বুঝেনি আজও তুমি
মেঘ নাকি বৃষ্টি।
অনাবাদী জমিনে কি করে হবে
অনবদ্য সৃষ্টি।
হাসতে চাইলে হাস
মনের মাঝে আস
আমি তো নয় হাসির খোরাক
নীল আকাশকে দেখ।
বাঁকা ঠোটের হাসি টুকু
আমার করে রাখ।
এমনই করেই ভাবনা আমার
মনের মধ্যে আসে,
হাজার তারায় মেঘের ভেলায়
স্বপ্ন আমার তোমায় নিয়ে ভাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ২৯/০৮/২০১৫কথামালা খুব সুন্দর।
-
সূর্য মুহাম্মাদ জান ২৯/০৮/২০১৫ভালো
-
সবুজ আহমেদ কক্স ২৯/০৮/২০১৫সুন্দর লিখা
-
সূর্য মুহাম্মাদ জান ২৯/০৮/২০১৫বাহ্ চমৎকার