বকবক
জীবণ যদি হতো আমার নীল আকাশের মত
মেঘ র্সূয্যের লুকোচুরি তারার মাঝে হামাগুড়ি
রংধনু পিঠে চড়ি চাঁদ হাসলে দিতাম কঁড়ি
নীলে আমার কষ্ট বদল বুকে জমাট যত।
জীবণ যদি হতো আমার কাঁদা মাটির মত
জলের সাথে জলানজ্ঞলি কাদায় মেখে মন
ভালবাসার মূর্তি গড়তাম মেখে রং কত।
হতাম যদি পাখি নদী সাগর পাহাড় ঘেরা
কি থেকে কি করিতাম ভাবনা গুলো
যতই সাজাই হচ্ছে ছেড়া বেড়া।
মানুষ হয়েই সাধ মেটেনি আরতো ওসব ছাই,
নিজের মাঝেই ওদের বসত মিছে খুজতে যাই।
মেঘ র্সূয্যের লুকোচুরি তারার মাঝে হামাগুড়ি
রংধনু পিঠে চড়ি চাঁদ হাসলে দিতাম কঁড়ি
নীলে আমার কষ্ট বদল বুকে জমাট যত।
জীবণ যদি হতো আমার কাঁদা মাটির মত
জলের সাথে জলানজ্ঞলি কাদায় মেখে মন
ভালবাসার মূর্তি গড়তাম মেখে রং কত।
হতাম যদি পাখি নদী সাগর পাহাড় ঘেরা
কি থেকে কি করিতাম ভাবনা গুলো
যতই সাজাই হচ্ছে ছেড়া বেড়া।
মানুষ হয়েই সাধ মেটেনি আরতো ওসব ছাই,
নিজের মাঝেই ওদের বসত মিছে খুজতে যাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হিরণ্য হারুন ১৭/০৮/২০১৫সুন্দর ভাবনা।
-
সাইদুর রহমান ১৬/০৮/২০১৫খুব সুন্দর ভাবনা।
-
মনিরুজ্জামান শুভ্র ১৬/০৮/২০১৫ভাল হয়েছে । কিন্তু অনেক বানান ভুল ।। বানানগুলোর দিকে নজর দিতে হবে।
-
সবুজ আহমেদ কক্স ১৬/০৮/২০১৫আরো মনোযোগী হলে ভালো করবেন কবি