নারীর মায়া
নারীর মাঝেই সুখ খুজি হয়তো নর বলে
নারীর চোখেই চিতা আমার অট্রপ্রহর জ্বলে।
উত্তাল সাগর তারই মাঝে ঢেউয়ের লুকো চুরি,
তাহার চোখে তাকিয়ে আমি যুদ্ধে যেতে পারি।
বাকা ঠোটের একটু হাসিয় এই পৃথিবী পারি যেতে ছাড়ি।
চাঁদ দেখি তারা দেখি প্রকৃতিরই ছায়া
কোথাও নেই তার মত এত মধুর মায়া।
বাস লঞ্চ আর রেলগাড়ীতে নারী পাশে পেলে
গানে গানে বসন্তরাজ মনের প্রদ্বীপ চার দিকে দেয় জ্বেলে।
জ্ঞান হারার মত করেই সময় যায় চলে।
নারী মানেই পুরুষ জাতির চলার পথে ছন্দ,
নরের মাঝে ভূমিকম্প তারা কিন্ত স্তব্ধ।
ওরাই দেবী ওরাই অসুর একের মধ্যে অনেক
ভাঙ্গা গড়ার ধ্বংসাবশেষে শান্তনা মোর
সুখতো পেলাম ক্ষনেক।
নারীর চোখেই চিতা আমার অট্রপ্রহর জ্বলে।
উত্তাল সাগর তারই মাঝে ঢেউয়ের লুকো চুরি,
তাহার চোখে তাকিয়ে আমি যুদ্ধে যেতে পারি।
বাকা ঠোটের একটু হাসিয় এই পৃথিবী পারি যেতে ছাড়ি।
চাঁদ দেখি তারা দেখি প্রকৃতিরই ছায়া
কোথাও নেই তার মত এত মধুর মায়া।
বাস লঞ্চ আর রেলগাড়ীতে নারী পাশে পেলে
গানে গানে বসন্তরাজ মনের প্রদ্বীপ চার দিকে দেয় জ্বেলে।
জ্ঞান হারার মত করেই সময় যায় চলে।
নারী মানেই পুরুষ জাতির চলার পথে ছন্দ,
নরের মাঝে ভূমিকম্প তারা কিন্ত স্তব্ধ।
ওরাই দেবী ওরাই অসুর একের মধ্যে অনেক
ভাঙ্গা গড়ার ধ্বংসাবশেষে শান্তনা মোর
সুখতো পেলাম ক্ষনেক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ১৩/০৮/২০১৫ভাল্লাগলো
-
স্বাধীন আমিনুল ইসলাম ১৩/০৮/২০১৫নারীর মাঝে আপনার সুখ খুঁজা মনের শান্তির খোড়াক। ভাল লাগল
-
এস,বি, (পিটুল) ১২/০৮/২০১৫সুন্দর