শেষ পাতায়
ভাবছি বসে সকাল সাঁজে
জীবণটাইতো কাটলো বাজে,
কি আর হবে ইচ্ছে পুষে
স্বপ্ন গুলোর বেহাল দশা
হতাশাতেই খাচ্ছে চুষে।
শোর্কাতরা শান্তনাতে,
আবেগ বাড়ে আরও কাদে।
আজকে আমার তাই হয়েছে
মাথার চুলে পাক ধরেছে
আগ্রহ নেই ভরা চাঁদে।
এই পৃথিবী ঠিকই আছে
থাকবে চির কাল,
শিশু কিশোর যুবক বুড়ো
বদলাবে হালচাল।
জীবণটাইতো কাটলো বাজে,
কি আর হবে ইচ্ছে পুষে
স্বপ্ন গুলোর বেহাল দশা
হতাশাতেই খাচ্ছে চুষে।
শোর্কাতরা শান্তনাতে,
আবেগ বাড়ে আরও কাদে।
আজকে আমার তাই হয়েছে
মাথার চুলে পাক ধরেছে
আগ্রহ নেই ভরা চাঁদে।
এই পৃথিবী ঠিকই আছে
থাকবে চির কাল,
শিশু কিশোর যুবক বুড়ো
বদলাবে হালচাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুহেল ইবনে ইসহাক ১৩/০৮/২০১৫Besh hoyeche. Thanks..
-
রইস উদ্দিন খান আকাশ ১২/০৮/২০১৫বেশ ভালো লাগলো
-
নাবিক ১২/০৮/২০১৫ভাল্লাগলো
-
শাহাদাত হোসেন রাতুল ১১/০৮/২০১৫ভাল লিখেছেন ভাল লাগলো !!
-
কিশোর কারুণিক ১১/০৮/২০১৫বেশ
-
মায়নুল হক ১১/০৮/২০১৫ভালো লাগলো অনেক দিন পর