র্কজ
এক তলার এক অফিস পিয়ন
প্রায়ই দেখি তারে।
চোখের পলক পড়ার আগেই
ছালাম মারে জোরে।
চায়ের স্টলে কভূ গেলে
দোকানীরও আগে
চায়ের কাপে চা ঢেলে
সামনে এনে রাখে।
সুযোগ বুঝে দুঃখের কথা
বলে শত শত,
না জানি সংসারে তার
অভাব আছে কত।
একদিন এসে হাজার খানেক
টাকা চাইলো ধার
টাকা দিলাম পরদিন থেকে
পাই না দেখা আর।
হঠাৎ কভু দেখা হলে
পাশ কেটে যায় মুখ করে বাকাঁ,
অবাক আমি পেটের ভিতর
এত গলদ সুন্দর করে ঢাকা।
দেখা হলে যে ছালাম দিত
আজ বলে না কথা,
আজকে আমার তাই হয়েছে
সে করতো যাহা।
প্রতিদিনই করছি মালিশ
সেরেক খানি তেল
অমানুষে মানবতা খাটছে আজও জেল।
প্রায়ই দেখি তারে।
চোখের পলক পড়ার আগেই
ছালাম মারে জোরে।
চায়ের স্টলে কভূ গেলে
দোকানীরও আগে
চায়ের কাপে চা ঢেলে
সামনে এনে রাখে।
সুযোগ বুঝে দুঃখের কথা
বলে শত শত,
না জানি সংসারে তার
অভাব আছে কত।
একদিন এসে হাজার খানেক
টাকা চাইলো ধার
টাকা দিলাম পরদিন থেকে
পাই না দেখা আর।
হঠাৎ কভু দেখা হলে
পাশ কেটে যায় মুখ করে বাকাঁ,
অবাক আমি পেটের ভিতর
এত গলদ সুন্দর করে ঢাকা।
দেখা হলে যে ছালাম দিত
আজ বলে না কথা,
আজকে আমার তাই হয়েছে
সে করতো যাহা।
প্রতিদিনই করছি মালিশ
সেরেক খানি তেল
অমানুষে মানবতা খাটছে আজও জেল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল হাসান ০২/০৮/২০১৫ডারুন লাগলো।
-
অ ২৯/০৭/২০১৫কবিতার মাঝে সুন্দর একটা গল্প আছে ।
-
শাহাদাত হোসেন রাতুল ২৮/০৭/২০১৫বেশ লাগলো !!
-
সবুজ আহমেদ কক্স ২৮/০৭/২০১৫দারুণ লিখা