পিতা
ঈদের দিন সকাল বেলা
খোকা বাবু কার ইশারায় মেতে,
ছালাম করে বলল আমায়
দোঁয়া করো পারি যেন বড় হয়ে,
তোমার মত হতে।
বিদায় দিলাম হাত বুলিয়ে,
মুখের কথা মুখে রইলো
গেল আমার সব গুলিয়ে।
খোকা বাবু অবুঝ শিশু,
তাকে যে বাসবে ভাল
তার কাছে সে-ই যিশু।
সাহেবদের ছালাম দেওয়াই যার পেশা,
অভাব যাকে নিত্য ভাসায়
সেই কেরানীর ছেলে!
সত্যি সে বড় হয়ে আমার মত হলে
পিতা হওয়ার সাধটা তার
বেস্তে যাবে জলে।
খোকা বাবু কার ইশারায় মেতে,
ছালাম করে বলল আমায়
দোঁয়া করো পারি যেন বড় হয়ে,
তোমার মত হতে।
বিদায় দিলাম হাত বুলিয়ে,
মুখের কথা মুখে রইলো
গেল আমার সব গুলিয়ে।
খোকা বাবু অবুঝ শিশু,
তাকে যে বাসবে ভাল
তার কাছে সে-ই যিশু।
সাহেবদের ছালাম দেওয়াই যার পেশা,
অভাব যাকে নিত্য ভাসায়
সেই কেরানীর ছেলে!
সত্যি সে বড় হয়ে আমার মত হলে
পিতা হওয়ার সাধটা তার
বেস্তে যাবে জলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৯/০৭/২০১৫বেশ ভালো ...
-
সবুজ আহমেদ কক্স ২৮/০৭/২০১৫কবি জাফর ভাই র সাথে সহমত
-
জাফর পাঠান ২৮/০৭/২০১৫চমৎকার ভাবনার সংমিশ্রণ ঘটেছে লেখাটিতে । ভালো থাকুন সন্তত।
-
জহরলাল মজুমদার ২৭/০৭/২০১৫ভাল