হৃদয়ের ঋণ
তোমার কষ্ট কিনেই আজ আমি নষ্ট
তুমি কষ্টের ফেরিওয়ালা
আমি বেখেয়ালী সওদাগর।
তুমি আজ ঋষি
আমি বাউন্ডেলে ছদ্ধবেশী।
মানবীর রূপ ছেড়ে হলে র্সপরানী
আমায় তুমি বিন ধরালে,
মানব থেকে দানবে বদলে দিলে খানি।
আজ তুমি নন্দিত মায়াবী হাসিতে,
আমি নিন্দিত নেশায় চোখ বুজে খুশ খুশ কাশিতে।
হৃদয়ের নেনা-দেনা যদি মনে পড়ে কোন দিন,
ক ফোটা চোখের জলে শোধ করো হৃদয়ের ঋণ।
তুমি কষ্টের ফেরিওয়ালা
আমি বেখেয়ালী সওদাগর।
তুমি আজ ঋষি
আমি বাউন্ডেলে ছদ্ধবেশী।
মানবীর রূপ ছেড়ে হলে র্সপরানী
আমায় তুমি বিন ধরালে,
মানব থেকে দানবে বদলে দিলে খানি।
আজ তুমি নন্দিত মায়াবী হাসিতে,
আমি নিন্দিত নেশায় চোখ বুজে খুশ খুশ কাশিতে।
হৃদয়ের নেনা-দেনা যদি মনে পড়ে কোন দিন,
ক ফোটা চোখের জলে শোধ করো হৃদয়ের ঋণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহমুদ আরিফ ০৭/০৯/২০১৫অসাধারন ।
-
কিশোর কারুণিক ১৩/০৭/২০১৫কষ্টি আমি ভালবাসি
-
ইকবাল হাসান ১২/০৭/২০১৫সুন্দর লিখেছেন......
-
শাহাদাত হোসেন রাতুল ১১/০৭/২০১৫ছুঁয়ে গেল মন ।।
-
জহরলাল মজুমদার ১১/০৭/২০১৫দারুণ।