স্বপ্ন
চোখের রঙ্গিন স্বপ্নগুলো
বুকে হল কাল,
ডুবছে নৌকা উড়ছে পাল
শক্ত হাতে ধরা হাল।
নাগাল বিহীন এপাড় ওপাড়
নদীর মাঝে কুমির,
আসুক প্রলয় হাল ছাড়িসনে
কানে কানে বলছে আমায় সমীর।
সাথে আমার মহা বিপদ
নদীর উপাড় স্বপ্ন পূরণ
কল কলিয়ে হাসছে নদী
ঢেয়েরা হাত তালি,
জীবন কাব্যে নৃত্য হচ্ছে
স্বপ্ন ফালি ফালি।
বুকে হল কাল,
ডুবছে নৌকা উড়ছে পাল
শক্ত হাতে ধরা হাল।
নাগাল বিহীন এপাড় ওপাড়
নদীর মাঝে কুমির,
আসুক প্রলয় হাল ছাড়িসনে
কানে কানে বলছে আমায় সমীর।
সাথে আমার মহা বিপদ
নদীর উপাড় স্বপ্ন পূরণ
কল কলিয়ে হাসছে নদী
ঢেয়েরা হাত তালি,
জীবন কাব্যে নৃত্য হচ্ছে
স্বপ্ন ফালি ফালি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ০২/০৭/২০১৫
-
আর. কে. (র্নিবাক আমি) ০১/০৭/২০১৫স্বপ্ন ফালি ফালি...
আমার স্বপ্ন খালি খালি ।।
বেশ, ভাল ভাবে হাল ধরতে হবে ।।
শুভেচ্ছা রইল ।। -
জহরলাল মজুমদার ০১/০৭/২০১৫ভাল
ধন্যবাদ আপনাকে।