বিচিত্র বসন্ত
আসিলে বসন্ত মাছের
লাফে ঝাপে কাটে,
পাখিরা বসন্ত কালে
গাছে গাছে ডাকে।
মেঘেরা বসন্ত কালে
ঝরে ঝরে পড়ে,
আকাশ বসন্ত পায়
কাছে র্সূয্য পেলে
যুবতী বসন্তকালে
স্বামীর সঙ্গ চায়,
হাসেরা বসন্ত কালে
আলতা মাখে পায়।
যুবক বসন্ত কালে
মোহন বাশি হাতে,
বাঙ্গালীর বসন্ত কাটে
মাছে আর ভাতে।
লাফে ঝাপে কাটে,
পাখিরা বসন্ত কালে
গাছে গাছে ডাকে।
মেঘেরা বসন্ত কালে
ঝরে ঝরে পড়ে,
আকাশ বসন্ত পায়
কাছে র্সূয্য পেলে
যুবতী বসন্তকালে
স্বামীর সঙ্গ চায়,
হাসেরা বসন্ত কালে
আলতা মাখে পায়।
যুবক বসন্ত কালে
মোহন বাশি হাতে,
বাঙ্গালীর বসন্ত কাটে
মাছে আর ভাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মায়নুল হক ০১/০৭/২০১৫দারুন লাগলো
-
শাহাদাত হোসেন রাতুল ৩০/০৬/২০১৫লেখা বেশ ভাল লাগলো কবি বন্ধু
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য !! -
জহরলাল মজুমদার ৩০/০৬/২০১৫সুন্দর