২৬শে র্মাচ
রক্ত চোষা পাকিস্তানী
চোষছে যখন রক্ত,
ভোরের র্সূয রক্ত চোখে
দমকে বলে এবার তোরা জাগতো!
বাতাস খানিক থমকে বলে
হওনা আমার মত,
ঝড়ের মত ঝাপিয়ে পড়
দাওনা সাজা যত ইচ্ছে মত।
কুমির হয়ে বইছি বুঝা
শিয়ালেরা নিচ্ছে মজা
এবার তাদের ঘুম ভাঙ্গল
চোখের কোনে আগুন এল
বাঙ্গালীরা অস্ত্র ধরলো
পাকিস্তান বাংলা হল
পাখি ধরলো গান।
লাল সবুজের পতাকা তলে
সবাই করলো নাচ,
স্বাধিনতার র্ঘুনিঝড়টা
২৬শে র্মাচ।
চোষছে যখন রক্ত,
ভোরের র্সূয রক্ত চোখে
দমকে বলে এবার তোরা জাগতো!
বাতাস খানিক থমকে বলে
হওনা আমার মত,
ঝড়ের মত ঝাপিয়ে পড়
দাওনা সাজা যত ইচ্ছে মত।
কুমির হয়ে বইছি বুঝা
শিয়ালেরা নিচ্ছে মজা
এবার তাদের ঘুম ভাঙ্গল
চোখের কোনে আগুন এল
বাঙ্গালীরা অস্ত্র ধরলো
পাকিস্তান বাংলা হল
পাখি ধরলো গান।
লাল সবুজের পতাকা তলে
সবাই করলো নাচ,
স্বাধিনতার র্ঘুনিঝড়টা
২৬শে র্মাচ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহরলাল মজুমদার ২৯/০৬/২০১৫আরো গুছিয়ে লিখলে ভাল লাগত