বিপরীতের সুখ
তুই আমায় দুঃখ দিবি
আমি দেব সুখ,
তুই আমায় মুখ ফিরালে
আমি তোর সন্মুখ।
তুই আমায় চোখ রাঙ্গালে
আমার মিষ্টি হাসি,
তোর নদীতে জোয়ার এলে
আমি যাব ভাসি।
তোর আকাশে মেঘ করলে
আমি র্সূয হব,
আমার স্বপ্ন নিলাম দিয়ে
রংধনুর নীল শাড়ীটা
তোকে এনে দিব।
তুই আমার পর হবি,
আমি হব কবি।
আমি দেব সুখ,
তুই আমায় মুখ ফিরালে
আমি তোর সন্মুখ।
তুই আমায় চোখ রাঙ্গালে
আমার মিষ্টি হাসি,
তোর নদীতে জোয়ার এলে
আমি যাব ভাসি।
তোর আকাশে মেঘ করলে
আমি র্সূয হব,
আমার স্বপ্ন নিলাম দিয়ে
রংধনুর নীল শাড়ীটা
তোকে এনে দিব।
তুই আমার পর হবি,
আমি হব কবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন আমিনুল ইসলাম ৩০/০৬/২০১৫দারুন। ভালবাসা একেই বলে। অনেক ভাল লেগেছে।
-
জহরলাল মজুমদার ৩০/০৬/২০১৫ভাল
-
মোঃ জুলফিকার আলী ৩০/০৬/২০১৫আমার স্বপ্ন নিলাম দিয়ে
রংধনুর নীল শাড়ীটা
তোকে এনে দেব।
.................. অনেক সুন্দর কবি হে। ধন্যবাদ।