ভালবাসা
শুরুটা হয় আবেগ থেকে
শেষটা হয় ঘৃনায়,
দুংখ সুখের সুর বাজে
ভালবাসার বীনায়।
পূর্নতা হয় বাসর দিয়ে
শূন্যতা হয় জীবন দিয়ে
সুখের পিছে মিছে মিছি
এমনি করেই চলা।
ভালবাসায় কেউ দেখেনি
আজও ষোল কলা ।
আকার হল নরনারী
প্রকার ভাঙ্গাগড়া,
ভালবাসার মানে হল
পাগলা ঘোড়ায় চড়া ।
শেষটা হয় ঘৃনায়,
দুংখ সুখের সুর বাজে
ভালবাসার বীনায়।
পূর্নতা হয় বাসর দিয়ে
শূন্যতা হয় জীবন দিয়ে
সুখের পিছে মিছে মিছি
এমনি করেই চলা।
ভালবাসায় কেউ দেখেনি
আজও ষোল কলা ।
আকার হল নরনারী
প্রকার ভাঙ্গাগড়া,
ভালবাসার মানে হল
পাগলা ঘোড়ায় চড়া ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ২৮/০৬/২০১৫Valo laglo kobita pore
-
T s J ২৮/০৬/২০১৫সুন্দর কবিতা,চালিয়ে যান কবি