বির্বন মনুষ্য
আধারে আলো খুজি
আলোতে আধাঁর
সমাজের প্রেক্ষাপটে
খুব প্রয়োজন সাদার।
ভাবি বসে অন্ত রোষে
মন্ত্র মিলে দন্ত কষে
র্হষ মাতুল ইন্দ্র নীল
বিষম শ্রত্রু দরাজ খিল।
নিপাত যত ক্ষুদ্র হত
বল্ল হাতে বজ্র তত।
কুম্ভ নিদ্রায়,রাবণ চিতায়।
ব্যঙ্গ মুদ্রায় জ্ঞানী আগ্রায়।
র্বন বির্বন মনুষ্য একান্ন
পাপাচারে বৈশাখ,পরমহীতে নবান্ন।
সকাল রাত্রি নিয়মে চিরন্তন ধরিত্রী।
আলোতে আধাঁর
সমাজের প্রেক্ষাপটে
খুব প্রয়োজন সাদার।
ভাবি বসে অন্ত রোষে
মন্ত্র মিলে দন্ত কষে
র্হষ মাতুল ইন্দ্র নীল
বিষম শ্রত্রু দরাজ খিল।
নিপাত যত ক্ষুদ্র হত
বল্ল হাতে বজ্র তত।
কুম্ভ নিদ্রায়,রাবণ চিতায়।
ব্যঙ্গ মুদ্রায় জ্ঞানী আগ্রায়।
র্বন বির্বন মনুষ্য একান্ন
পাপাচারে বৈশাখ,পরমহীতে নবান্ন।
সকাল রাত্রি নিয়মে চিরন্তন ধরিত্রী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০২/০৭/২০১৫Thanks
-
জহরলাল মজুমদার ২৭/০৬/২০১৫শুভেচ্ছা নিন।
-
ঐশিকা বসু ২৭/০৬/২০১৫খুব ভাল কবিতা। ভাষার মধ্যে ঐতিহ্য বর্তমান।