উচিত কথা
মিথ্যা কথায় সবাই পটে
উটিত বল্লে চটে,
মরার উপর খাঁড়ার ঘা
অহরহ ঘটে।
ন্যায়ের পথে থাকবে যখন
বলবে লোকে বোকা,
চালাক বলে খ্যাতি পাবে
জানলে দিতে ধোঁকা।
কম জেনে বেশি বলা ভবিষ্যত তার ষোল কলা।
মন্দ লোকের সকল কথা
হবে একদিন মাটি,
ন্যায়ের মাঝেই সুখি জীবন
কথা কিন্তু খাটি ।
উটিত বল্লে চটে,
মরার উপর খাঁড়ার ঘা
অহরহ ঘটে।
ন্যায়ের পথে থাকবে যখন
বলবে লোকে বোকা,
চালাক বলে খ্যাতি পাবে
জানলে দিতে ধোঁকা।
কম জেনে বেশি বলা ভবিষ্যত তার ষোল কলা।
মন্দ লোকের সকল কথা
হবে একদিন মাটি,
ন্যায়ের মাঝেই সুখি জীবন
কথা কিন্তু খাটি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ২৭/০৬/২০১৫সুন্দর লিখেছেন।
-
সাইদুর রহমান ২৬/০৬/২০১৫বাহ খাঁটি কথা। খুব সুন্দর প্রকাশ।
-
আর. কে. (র্নিবাক আমি) ২৬/০৬/২০১৫হুম..কথা কিন্তু খাঁটি ।।
খুব ভাল লাগল ।। -
প্রণব কুসুম দত্ত ২৬/০৬/২০১৫আসলেই তাই!