ভিতর বাহির
প্রেমে পড়ে বুঝেছি প্রেম দেয় ধোঁকা।
শুনেছি প্রেমের আগে মন থাকে সাদা
প্রেমে পড়লে সেই মন চোখের জলে কাদা।
বাধেনা কভূ সে এক ডালে বাসা
রাতে স্বপ্ন দেখায় দিনে ভাঙ্গে আশা।
তোমরা তারে যতই কর পুস্প মাল্য দান
সে শুধু জ্বালা দিবে জুড়াবেনা প্রান।
কেউতো দেখেনি তারে কি তার রূপ
কি মোহ তার মাঝে সবাই গিলে টোপ।
বাউলেরা দুতারায় তারই গীত গায়
শিল্পীরা মোহতানে আজও র্মূচ্ছা যায়।
আমিতো খুজিনা তারে গাইনা তার গান
তোমরা তারে উদার জানো আমি জানি পাষাণ।
শুনেছি প্রেমের আগে মন থাকে সাদা
প্রেমে পড়লে সেই মন চোখের জলে কাদা।
বাধেনা কভূ সে এক ডালে বাসা
রাতে স্বপ্ন দেখায় দিনে ভাঙ্গে আশা।
তোমরা তারে যতই কর পুস্প মাল্য দান
সে শুধু জ্বালা দিবে জুড়াবেনা প্রান।
কেউতো দেখেনি তারে কি তার রূপ
কি মোহ তার মাঝে সবাই গিলে টোপ।
বাউলেরা দুতারায় তারই গীত গায়
শিল্পীরা মোহতানে আজও র্মূচ্ছা যায়।
আমিতো খুজিনা তারে গাইনা তার গান
তোমরা তারে উদার জানো আমি জানি পাষাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কঙ্ক ২৬/০৬/২০১৫ভালো লাগা রইলো ।
-
T s J ২৫/০৬/২০১৫প্রেম হল বেদনার আরেক নাম, সুন্দর কবিতা
-
সবুজ আহমেদ কক্স ২৫/০৬/২০১৫ভাল হইছে
-
মায়নুল হক ২৪/০৬/২০১৫প্রেমের আরেক নাম জীবন
-
জহরলাল মজুমদার ২৪/০৬/২০১৫মন্দ নয়
-
কিশোর কারুণিক ২৪/০৬/২০১৫ভাল লাগল