প্রিয়ার খুজে
মেঘের কাছে জিজ্ঞাসিলাম
প্রিয়া আমার হারিয়ে গেছে
দেখেছ কি তারে !
আমরা শুধু বিদায় করি
কাছে টানিনারে।
হতাশ মনে বাতাস বনে
ডুকিলাম যেই গিয়া
আমায় দেখে বলল বাতাস
পাথর মনে ধরি না ভাই
ভাল বাসার প্রিয়া।
বাতাসের ভাই কটু কথা
মেঘের শুধু মায়া
নিরাশ মনে বাধা পেলাম
নদীর কাছে গিয়া ।
জিজ্ঞাসিলাম
প্রিয়া আমার হারিয়ে গেছে
দেখেছ কি তারে !
ঢেউয়ের রূপে দিন কেটে যায়
অন্য সময় নাইরে।
পিছ তাকাতেই হঠাৎ দেখি
চাঁদের আলো ডাকছে ইশারাতে,
আমার কথা বলার আগেই
বলল হেসে ,
তোমার প্রিয়া তোমারই আছে
তোমার পৃথিবীতে।
প্রিয়া আমার হারিয়ে গেছে
দেখেছ কি তারে !
আমরা শুধু বিদায় করি
কাছে টানিনারে।
হতাশ মনে বাতাস বনে
ডুকিলাম যেই গিয়া
আমায় দেখে বলল বাতাস
পাথর মনে ধরি না ভাই
ভাল বাসার প্রিয়া।
বাতাসের ভাই কটু কথা
মেঘের শুধু মায়া
নিরাশ মনে বাধা পেলাম
নদীর কাছে গিয়া ।
জিজ্ঞাসিলাম
প্রিয়া আমার হারিয়ে গেছে
দেখেছ কি তারে !
ঢেউয়ের রূপে দিন কেটে যায়
অন্য সময় নাইরে।
পিছ তাকাতেই হঠাৎ দেখি
চাঁদের আলো ডাকছে ইশারাতে,
আমার কথা বলার আগেই
বলল হেসে ,
তোমার প্রিয়া তোমারই আছে
তোমার পৃথিবীতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০৫/০৭/২০১৫ধন্যবাদ কবি।
-
প্রণব কুসুম দত্ত ২৪/০৬/২০১৫ভাল
-
জে এস সাব্বির ২৩/০৬/২০১৫ভাল লাগল
-
মায়নুল হক ২৩/০৬/২০১৫খুব ভালো
-
জহরলাল মজুমদার ২৩/০৬/২০১৫ভাল লিখেছেন কবি