মনে পড়ে তোমায়
বৃষ্টি ঝরা রোজ বিকেলে
পড়ে তোমায় মনে,
কত বছর আছ তুমি
আমা হতে দুরে।
তোমায় আমি আর পাবোনা
আকাশের ঐ তারা গুলোর মতো,
আমার ছায়ায় মিশে আছ
ঠিক তোমারই মতো।
যে দিন প্রথম তোমায় দেখি মেঘে ছিল সাজ,
রূপের বিদ্যুৎ চমকিলো আর
মাথায় পড়লো বাজ।
দক্ষিন হাওয়া ভাঙ্গিয়ে দিল
আমার মনের লাজ।
ফুলে ফুলে ভরলো যখন
তোমার আমার বাগান,
এই পৃথিবী মানতে নারাজ
ভালবাসার শ্লোগান।
তারে নিয়ে ঘুরতে গিয়ে
আমি হলাম কাল,
তুমি আজ হলে ছবি
বাসটা রক্তে লাল।
পড়ে তোমায় মনে,
কত বছর আছ তুমি
আমা হতে দুরে।
তোমায় আমি আর পাবোনা
আকাশের ঐ তারা গুলোর মতো,
আমার ছায়ায় মিশে আছ
ঠিক তোমারই মতো।
যে দিন প্রথম তোমায় দেখি মেঘে ছিল সাজ,
রূপের বিদ্যুৎ চমকিলো আর
মাথায় পড়লো বাজ।
দক্ষিন হাওয়া ভাঙ্গিয়ে দিল
আমার মনের লাজ।
ফুলে ফুলে ভরলো যখন
তোমার আমার বাগান,
এই পৃথিবী মানতে নারাজ
ভালবাসার শ্লোগান।
তারে নিয়ে ঘুরতে গিয়ে
আমি হলাম কাল,
তুমি আজ হলে ছবি
বাসটা রক্তে লাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নিরঝরা ২১/০৬/২০১৫বিরহের মধ্যে ভালোবাসার প্রতিচ্ছবি
-
T s J ২১/০৬/২০১৫সুন্দর
-
জে এস সাব্বির ২১/০৬/২০১৫অনেক ভাল লাগল ।ধন্যবাদ কবি