ভাবনা
আমার ভাবনা আমার কাছে
নয়তো কিছু দামি,
তাইতো আমি শরনার্পন
তোমরা যারা গুনী।
ভাবনা আমার ঘোড়ার ডিমে
অস্তিত্ব নেই,আছে শুধু গল্পে।
মিছে তারে টানছি কেন,
ভাল কিবা মন্দে!
গৌরি সেনে টাকা দিবে
যা খাবি খা যত, আজও আমি পাইনি তারে
চেষ্টা করেও শত।
যত দোষ নন্দ ঘোষ
নন্দ ঘোষটা কে?
মিছে ভাবনা ভেবে ভেবে
মাথা গেল যে!
টিকটিকিয়ে টিক টিক করলেই
মানুষ ভাবে ঠিক,
এমনি আসে হাজার ভাবনা
গুলিয়ে ফেলি দিক,
আমার কাছে কঠিন এসব
তোমাদের কাছে হয়তো এসব
শুধুই পানের পিক।
নয়তো কিছু দামি,
তাইতো আমি শরনার্পন
তোমরা যারা গুনী।
ভাবনা আমার ঘোড়ার ডিমে
অস্তিত্ব নেই,আছে শুধু গল্পে।
মিছে তারে টানছি কেন,
ভাল কিবা মন্দে!
গৌরি সেনে টাকা দিবে
যা খাবি খা যত, আজও আমি পাইনি তারে
চেষ্টা করেও শত।
যত দোষ নন্দ ঘোষ
নন্দ ঘোষটা কে?
মিছে ভাবনা ভেবে ভেবে
মাথা গেল যে!
টিকটিকিয়ে টিক টিক করলেই
মানুষ ভাবে ঠিক,
এমনি আসে হাজার ভাবনা
গুলিয়ে ফেলি দিক,
আমার কাছে কঠিন এসব
তোমাদের কাছে হয়তো এসব
শুধুই পানের পিক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সংকর অনার্য ১৮/০৬/২০১৫লেখাটি পড়ে মজা পেলাম। গুণী এবং শরণাপন্ন দুটি বিশুদ্ধ বানান।
-
নিরঝরা ১৮/০৬/২০১৫so beautiful .
-
স্বাতী ভট্টাচার্য্য ১৮/০৬/২০১৫ভালো হয়েছে