নন্দিতা
নন্দিতা সুখে আছ নিশ্চয়
মরুর বুক চিড়ে সরস ফলাতে
ব্যস্ত চকিতে করিতেছ কাল ক্ষয়
জীবন সাজাতে যারে নিলে বেছে
ভূবন না করিয়া তারে কর জয়।
আচ্ছা যে সুখের তরে গোড়া কেটে
শংকা পন্চাতে গেলে মগ ঢালে
পেরেছ কি কখনও আমায় ভুলিতে।
অন্যের হয়ে আমারে রেখেছ জি্য়িয়ে
রাবনের চিতায় লাভ কি রামকেপেয়ে।
নারী হল জলের ছায়া
যে পাত্রে তার অবস্হান হয়
জড়িয়ে রাখে তারই মায়া।
আজও তুমি আছ বেচে আমার হ্রদয় মাজে,
উদ্ভট গন্ধ নিয়ে শুধুই লাশের সাজে।
মরুর বুক চিড়ে সরস ফলাতে
ব্যস্ত চকিতে করিতেছ কাল ক্ষয়
জীবন সাজাতে যারে নিলে বেছে
ভূবন না করিয়া তারে কর জয়।
আচ্ছা যে সুখের তরে গোড়া কেটে
শংকা পন্চাতে গেলে মগ ঢালে
পেরেছ কি কখনও আমায় ভুলিতে।
অন্যের হয়ে আমারে রেখেছ জি্য়িয়ে
রাবনের চিতায় লাভ কি রামকেপেয়ে।
নারী হল জলের ছায়া
যে পাত্রে তার অবস্হান হয়
জড়িয়ে রাখে তারই মায়া।
আজও তুমি আছ বেচে আমার হ্রদয় মাজে,
উদ্ভট গন্ধ নিয়ে শুধুই লাশের সাজে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রণব কুসুম দত্ত ২০/০৬/২০১৫খুব ভাল লেখা।
-
রইস উদ্দিন খান আকাশ ১৯/০৬/২০১৫মানসম্মত একটি কবিতা।
ও,কবি অামাকে ও কিছু ভালো কবিতা লেখা শিক্ষান। -
নিরঝরা ১৯/০৬/২০১৫মন ছুঁয়ে গেলো
-
দ্বীপ সরকার ১৯/০৬/২০১৫ভালো লাগলো।
-
স্বাতী ভট্টাচার্য্য ১৯/০৬/২০১৫পড়ে ভালো লাগল
-
খালিদ ১৮/০৬/২০১৫nice
-
সংকর অনার্য ১৮/০৬/২০১৫ভালো লেখা তবে বেশ কিছু বানান ভুল রয়েছে। শুভ কামনা রইল।