প্রেমের র্পূবাভাস
আমার মাঝে আমিটা আজ
করছে বাড়াবাড়ি,
আমার হয়ে থাকবে না আর
হবে ছাড়াছাড়ি।
দেহের নয় মনের বদল
হচ্ছে তাড়াতাড়ি।
কোন মায়াবীর চোখ পড়েছে
কার রূপে স্নান করেছে
ঘুমের মাঝে খুন হয়েছে,
বুঝেছি আজ কেন এত রকমারি
ভালবাসার অমৃত সে পান করেছে!
করছে বাড়াবাড়ি,
আমার হয়ে থাকবে না আর
হবে ছাড়াছাড়ি।
দেহের নয় মনের বদল
হচ্ছে তাড়াতাড়ি।
কোন মায়াবীর চোখ পড়েছে
কার রূপে স্নান করেছে
ঘুমের মাঝে খুন হয়েছে,
বুঝেছি আজ কেন এত রকমারি
ভালবাসার অমৃত সে পান করেছে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নিরঝরা ১৬/০৬/২০১৫কবিরা প্রেমী হয়.প্রেমে পড়ে কবি হয়না
-
জে এস সাব্বির ১৪/০৬/২০১৫মানুষ প্রেমে পড়লে কবি হয়ে যায় । আমার কাছে এরচেয়ে বেশি যুক্তিসংগত- মানুষ কবি হওয়ার আগে প্রেমে পড়ে যায় ।
-
সাইদুর রহমান ১৪/০৬/২০১৫গভীর ভাবনার ফসল।
ভালো লাগলো। -
T s J ১৪/০৬/২০১৫কবি কে অনেক ধন্যবাদ