মন্দ পেল ছন্দ
কাদির পুলিশ খুবই খবিশ
অনেক টাকা তার,
বার বার সে ঘুষ খেয়ে যায়
তবুও পায় পার।
বউটা তার লক্ষি ছাড়া
টাকা চায় সে কড়া কড়া,
তাইতো সে নিজের মধ্যে
বেচে থেকেও মরা।
ঘুষের টাকায় পকেট পুরে
ফিরছিল সে বাড়ি,
ভিক্ষুক একটা সামনে এল
মুচকি হেসে হাতিয়ে কখান দাড়ি।
ঘুস খাসনে জেলে যাবি,
তখন তোর আপন জনরা যাবে ছাড়ি।
পাপের ভাগি কেউ হবে না
তোকেই থাকবে ঘিরে,
আমার কথা ভেবে দেখ তুই,
আয় আলোর পথে ফিরে।
কাদির মিয়া যায় চমকিয়া,
ভাবতে থাকে ধীরে,
বেহক টাকায় সুখ নেই
সত্যি কথা হায়-রে।
এতদিন সে বেহুঁশ ছিল
আজকে হল হুঁশ,
মন্দ একদিন ছন্দ পেল
ছারলো সে ঘুষ।
অনেক টাকা তার,
বার বার সে ঘুষ খেয়ে যায়
তবুও পায় পার।
বউটা তার লক্ষি ছাড়া
টাকা চায় সে কড়া কড়া,
তাইতো সে নিজের মধ্যে
বেচে থেকেও মরা।
ঘুষের টাকায় পকেট পুরে
ফিরছিল সে বাড়ি,
ভিক্ষুক একটা সামনে এল
মুচকি হেসে হাতিয়ে কখান দাড়ি।
ঘুস খাসনে জেলে যাবি,
তখন তোর আপন জনরা যাবে ছাড়ি।
পাপের ভাগি কেউ হবে না
তোকেই থাকবে ঘিরে,
আমার কথা ভেবে দেখ তুই,
আয় আলোর পথে ফিরে।
কাদির মিয়া যায় চমকিয়া,
ভাবতে থাকে ধীরে,
বেহক টাকায় সুখ নেই
সত্যি কথা হায়-রে।
এতদিন সে বেহুঁশ ছিল
আজকে হল হুঁশ,
মন্দ একদিন ছন্দ পেল
ছারলো সে ঘুষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১৭/০৬/২০১৫ভালো লাগলো কবিতাটি।
-
জে এস সাব্বির ১৫/০৬/২০১৫আমার মনে হয় ,কবিতায় ভুল বলে কিছু নেই । আপনি আপনার মনের ভিতরের ভাবনাটা ছন্দের মাধ্যমে তুলে ধরবেন আপনার প্রতিভা দ্বারা ।আর আপনি যত লিখতে থাকবেন আপনার কবিতার মানও তত বাড়তে থাকবে ।সঙ্গে এডভাইজ এইটুকুই , কবিতাকে ভালবাসতে পারলে আর ছন্দকে সঙ্গী করতে পারলে তাকেই কবি বলা যায় ।
গ্রেট জব ।ভাল লাগল ,লিখতে থাকুন । -
T s J ১৪/০৬/২০১৫Nice poem
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ১৪/০৬/২০১৫পড়লাম আপনার কবিতা। সমাজের বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতাকে তুলে ধরেলেন। তবে কবিতাটি আরও অনেক কাজের সুযোগ রয়েছে।
ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইল।