বাংলার প্রকৃতি
হোকনা ছোট এই বাংলাদেশ
আমার জন্ম ভূমি।
নানা রকম শস্য শ্যামলে
দিয়েছে ভরে জমি।
বনের পাশে খয়েরি শালিক
ঝটলা করতে থাকে।
পাশের হলুদ সরষে ক্ষেত
নয়ন টেনে রাখে।
এমন দেশেই জন্ম আমার
সবুজ ঘাসের বুকে,
সুখে দুংখে থাকি মোরা
বাংলার প্রকৃতিকে ভালবেসে।
আমার জন্ম ভূমি।
নানা রকম শস্য শ্যামলে
দিয়েছে ভরে জমি।
বনের পাশে খয়েরি শালিক
ঝটলা করতে থাকে।
পাশের হলুদ সরষে ক্ষেত
নয়ন টেনে রাখে।
এমন দেশেই জন্ম আমার
সবুজ ঘাসের বুকে,
সুখে দুংখে থাকি মোরা
বাংলার প্রকৃতিকে ভালবেসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ মাগফুর ১৪/০৬/২০১৫
-
T s J ১২/০৬/২০১৫দেশকে নিয়ে লিখা ভাল লাগল
''ঝটলা" শব্দটি নিয়ে ভাববেন বলে আশা রাখছি!