মনের যত অবুঝ কথা
কান্না ঝড়ে নীল আকাশটার
চোখে খরা আমার,
মাটি তাহা জড়িয়ে ধরে
নাম লেখে যে তোমার।
আমারও যে ইচ্ছে করে
মাটির সাথে মিশে
নদীর মতো ছুটে চলি
তোমায় ভালবেসে।
ভরা জোস্নায় গা জড়িয়ে
থাকবো মোরা মিশে,
আধাঁর আলো আকাশ বাতাস
হারিয়ে ফেলবে দিশে।
বলবো তখন তোমরা সবাই
আজ আমাদের দেখ
জিমিয়ে পড়া এই পৃথিবী
ভালবাসায় জাগো!
ভেবোনাকো ভালবাসা
শরীর নিয়ে খেলা
জীবন নদী পাড়ি দিতে
বন্ধু তুমি আমায় জেনো ভেলা।
চোখে খরা আমার,
মাটি তাহা জড়িয়ে ধরে
নাম লেখে যে তোমার।
আমারও যে ইচ্ছে করে
মাটির সাথে মিশে
নদীর মতো ছুটে চলি
তোমায় ভালবেসে।
ভরা জোস্নায় গা জড়িয়ে
থাকবো মোরা মিশে,
আধাঁর আলো আকাশ বাতাস
হারিয়ে ফেলবে দিশে।
বলবো তখন তোমরা সবাই
আজ আমাদের দেখ
জিমিয়ে পড়া এই পৃথিবী
ভালবাসায় জাগো!
ভেবোনাকো ভালবাসা
শরীর নিয়ে খেলা
জীবন নদী পাড়ি দিতে
বন্ধু তুমি আমায় জেনো ভেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।