www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তমা (খণ্ড-২)

সোডিয়ামের আলোয় আলোকিত শহরের রাজপথ ,
গলির মোড়ে কোলাহল ,
টং দোকানে নিকোটিন ফুঁকছে ...
মৃত হৃদয় মানবের দল ,
তবুও বাঁচার সাধ ... নতুন দিনের আশা ... স্বার্থের মাতাল ... আত্মকেন্দ্রিক মানবতা ।
অন্ধকার বারান্দায় দাড়িয়ে আছে তমা ...
কতো কথা মনে জাগছে ,
কংক্রিটের পাহাড়ে ঘেরা, সবুজের মায়াহীন , এই শহর...
ভাবনার সাগরে তলানোর আগেই বাধ সাধলো ,
"একটু ছোঁয়া লাগলে একটু একটুকু কথা শুনি ,
তাই দিয়ে মনে মনে... রচি মম ফাগুনি ।"
হাত বাড়িয়ে ফোনটা তুলে কলটা রিসিভ করলো তমা ।
-হুম
-"একটু একটু করে চলে যাচ্ছে সময় ...
ভারী হচ্ছে স্মৃতির খাতা ,
আমাকে ঘিরে স্বপ্ন তোমার ...
খুঁজে পাবে তো ঠিকানা ।"
-"পাওয়া না পাওয়া ...
লাভ লোকসান ...
থাক না খাতা ফাঁকা ,
তোমার সিঁদুর আমার সিঁথি ...
হোক না তাতে আঁকা । "
-হাত বাড়িয়ে চাইছো নিতে ...
পৃথিবী কাঁটায় ঘেরা ,
হয় যদি দূরত্ব সুখের ...
যায় না কি দূরে থাকা ? "
-সুখের কি আর মুল্য বলো ...
দুঃখ না দিলে দেখা ,
না হয় করি দুঃখ বপন ...
একটু সুখের আশা ।
একপলক ঘড়ির দিকে তাকাল তমা সময় প্রায় ৮ টা বাজে বাজে ...
-কি হল চুপ ?
-কোথায় ... ! রাখি এখন ।
-হুম ।
-ইচ্ছাটা থাকুক ... ।
-বোঝো তাহলে !
-হ্যাঁ ।
-হুম
ফোন রেখে দিলো তমা ... হেডফোনটা কানে লাগিয়ে গান শুনতে শুরু করলো ।
"ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে,
ও বন্ধু আমার!
না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে ॥"
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইবনে মিজান ২১/০৮/২০১৮
    হু।
  • পড়ি। তারপর।
  • মধু মঙ্গল সিনহা ১৯/০৮/২০১৮
    ভালোলাগা রইলো ...
 
Quantcast