www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তমা (খন্ড - ১)

-তুমি কি চাও ?
-তোমাকে ...
-আমাকে কেন ... ?
-ভালোবাসি ।
-ভালোবাসো !আমাকে ভালোবাসা মানে জ্বলন্ত অগ্নি কুণ্ড হাতে ধরা ।
-তুমি হয়তো জানো না ... এই বুকে আছে উজাড় যমুনা ।
-সব ঋতুতে যমুনায় স্রোত খেলা করে না ।
-তখন চর হবো ... তোমার বুকে জেগে উঠবো আমাকে সরাতে পারবে না কেউ ... শুধু আমি ছাড়া ।
-তুমি যদি সরাও নিজেকে ...?
-তাতে কি... হয়ে উঠবো আবার উজাড় যমুনা ।
-কংক্রিটের এই শহরে আমার কিছু নেই ... চারটা দেয়াল ছাড়া ।
-তুমি আর আমি... চার দেয়াল ... কিছু ইচ্ছা... ছোট ছোট খুনসুটি বেশ মানাবে কি বল ? মানাবে না ?

দু'জনের মাঝে নেচে উঠল নীরবতার হাওয়া ...
-আমাকে এখন যেতে হবে ... আসি ।
-কফি তো খেলে না ... ।
-সময় নেয় আজ ... । অন্য কোনো দিন সময় করে ফের খাবো ।
-হুম ... সাবধানে যেও ।
মুদু হাসি ফুটল ঠোঁটের কোণে দু'জনের ।
কিছু না বলেই কাব্য বেড়িয়ে পরল ...
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লাগল!
  • খুবই ভাল
  • ন্যান্সি দেওয়ান ২৯/০৭/২০১৮
    Good.
    • আভিক শ্যাম ১৪/০৮/২০১৮
      কৃতজ্ঞতা ... ভালোবাসা রইল
  • ধারাবাহিক গল্প!
    • আভিক শ্যাম ১৪/০৮/২০১৮
      জী ... আসবে কিছুটা কাব্যিক গল্প হবে আশা করি।। খণ্ড - ২ পাতায় আসবে ... কয়দিন পর ...ভালোবাসা রইল
  • মধু মঙ্গল সিনহা ২৮/০৭/২০১৮
    "তমা (খন্ড - ১)"-ভালোলাগা রইলো ...
 
Quantcast