যারা ভালোবাসা বোঝেনি
প্রদীপ জ্বালি এখন আমি
তোমার রাখা স্থাবর অস্থাবর স্মৃতির ভিড়ে।
অমরত্বের দাবি নিয়ে যারা রওনা দিয়ে ছিল
হাজার বছর ধরে তারা এখন নিখোঁজ সবাই
রাষ্টের একটা ছোট্ট ভুলে।
বাইরে ঘন বর্ষা, বর্ষার ঘন ঘটা,
আমার হৃদয় এখন গ্রিষ্মের দাবদাহ
একবুক শুস্ক বাতাসের নীরবতা।
সবার কিছু দুঃখ থাকে --দুঃখ থাকে ব্যাক্তিগত,
আমার হৃদযে শুন্য গান বিরহ যন্ত্রনার মতো।
তবুও আজ তোমায় খুঁজি রাত্রি দিন অবিরত
চাওয়া পাওয়ার মাঝে ফারাক নক্ষত্রআলোর মতো।
মত্ত পৃথিবী ছড়ায় বাণী,প্রেমের বাণী অবিরত
ফোটা ফুলে মধুর লোভে আজও ভ্রমর উড়ে যত।
নিত্য তোমার বাণীর মাঝে উদাসী মন ধাই
তোমার আমার দুঃখ থাকে স্থায়ী যন্ত্রনায়।
জানি কিছু দুঃখ থাকে--দুঃখ থাকে ব্যাক্তিগত।
কিছু কথা না বলাই থাক, মেঘে ঢাকা চাঁদের মত।
স্বপ্ন নাগচৌধুরী
বিকেল 4:30
8 /4/20
তোমার রাখা স্থাবর অস্থাবর স্মৃতির ভিড়ে।
অমরত্বের দাবি নিয়ে যারা রওনা দিয়ে ছিল
হাজার বছর ধরে তারা এখন নিখোঁজ সবাই
রাষ্টের একটা ছোট্ট ভুলে।
বাইরে ঘন বর্ষা, বর্ষার ঘন ঘটা,
আমার হৃদয় এখন গ্রিষ্মের দাবদাহ
একবুক শুস্ক বাতাসের নীরবতা।
সবার কিছু দুঃখ থাকে --দুঃখ থাকে ব্যাক্তিগত,
আমার হৃদযে শুন্য গান বিরহ যন্ত্রনার মতো।
তবুও আজ তোমায় খুঁজি রাত্রি দিন অবিরত
চাওয়া পাওয়ার মাঝে ফারাক নক্ষত্রআলোর মতো।
মত্ত পৃথিবী ছড়ায় বাণী,প্রেমের বাণী অবিরত
ফোটা ফুলে মধুর লোভে আজও ভ্রমর উড়ে যত।
নিত্য তোমার বাণীর মাঝে উদাসী মন ধাই
তোমার আমার দুঃখ থাকে স্থায়ী যন্ত্রনায়।
জানি কিছু দুঃখ থাকে--দুঃখ থাকে ব্যাক্তিগত।
কিছু কথা না বলাই থাক, মেঘে ঢাকা চাঁদের মত।
স্বপ্ন নাগচৌধুরী
বিকেল 4:30
8 /4/20
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপজয় গাঙ্গুলী ১২/০৫/২০২০বেশ লাগলো পড়ে।
-
মিটুল কুমার বোস ১১/০৫/২০২০খুব ভালো লাগলো...
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৫/২০২০Outstanding
-
রহমতুল্লাহ লিখন ১০/০৫/২০২০্ভালবাসা চলুক
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০সুনিপুণ ,বস্তুনিষ্ঠ প্রকাশ