একুশ
একুশ তারিখ মহান দিনে
বাংলা ভাষার জয়,
একুশ তারিখ মহান ক্ষণে
দস্যু হায়েনা লয়।
একুশ তারিখ মহান রণে
দেশের জন্য প্রাণ,
একুশ তারিখ মহান জনে
করল সবের ত্রাণ।
একুশ মানে একই বোলে
মায়ের কোলে লাফ,
একুশ মানে বিভেদ ভুলে
ঐক্যে অরি সাফ।
একুশ মানে ভাঙা কূলে
হাতের মুঠিই বল,
একুশ মানে ঝরা ফুলে
নতুন একটি ফল।
বাংলা ভাষার জয়,
একুশ তারিখ মহান ক্ষণে
দস্যু হায়েনা লয়।
একুশ তারিখ মহান রণে
দেশের জন্য প্রাণ,
একুশ তারিখ মহান জনে
করল সবের ত্রাণ।
একুশ মানে একই বোলে
মায়ের কোলে লাফ,
একুশ মানে বিভেদ ভুলে
ঐক্যে অরি সাফ।
একুশ মানে ভাঙা কূলে
হাতের মুঠিই বল,
একুশ মানে ঝরা ফুলে
নতুন একটি ফল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমার না বলা বাণী ২৬/০২/২০১৭বেশ ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০২/২০১৭সুন্দর!
-
এস এম আলমগীর হোসেন ২১/০২/২০১৭ভাল লাগল বন্ধু
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/০২/২০১৭একুশের স্বপ্ন সফল। অনেক শুভেচ্ছা নেবেন প্রিয়। ভালো থাকুন।
-
মোহাম্মদ সফিউল হক ২১/০২/২০১৭ভাল
-
মুহাম্মদ রুমান ২১/০২/২০১৭গুড