সত্তার অনুভব
চুরুটের সাথে আলিঙ্গনে,
আয়ু কুণ্ডলী হয়ে বাতাসে ভেসে চলেছে।
হঠাৎ পেছন থেকে বিবেকের আত্ম চিৎকার...
কেন ছাই করে ফেলে দিচ্ছিস বেঁচে থাকার নির্যাস?
তুই মর্ত্য ধামে ঈশ্বরের প্রতিনিধি
তোর মাধ্যমেই তাঁর ইচ্ছা বাস্তবায়িত হয় ,
একটা পবিত্র জীবন তোর কুলকুণ্ডলিনী তে স্রষ্টা পুঞ্জীভূত করে রেখেছেন
তুই কুণ্ডলীনী কে অধিষ্ঠিত করে উন্মুক্ত কর,
দেখবি ;
বাতাসের ছন্দে বয়ে যাবি
নদীর ছন্দে এগিয়ে যাবি ,
অর্ণবের অথই অন্তরে বিরাজ করবে
পাহাড়ের মত মাথা উঁচু করে দাঁড়াতে পারবি ,
অসীমের বুকে সবকে ছোঁয়ার স্বাদ পাবি
প্রত্যেকেই রন্ধ্রে রন্ধ্রে তোর সত্তাকে অনুভব করবে l
আয়ু কুণ্ডলী হয়ে বাতাসে ভেসে চলেছে।
হঠাৎ পেছন থেকে বিবেকের আত্ম চিৎকার...
কেন ছাই করে ফেলে দিচ্ছিস বেঁচে থাকার নির্যাস?
তুই মর্ত্য ধামে ঈশ্বরের প্রতিনিধি
তোর মাধ্যমেই তাঁর ইচ্ছা বাস্তবায়িত হয় ,
একটা পবিত্র জীবন তোর কুলকুণ্ডলিনী তে স্রষ্টা পুঞ্জীভূত করে রেখেছেন
তুই কুণ্ডলীনী কে অধিষ্ঠিত করে উন্মুক্ত কর,
দেখবি ;
বাতাসের ছন্দে বয়ে যাবি
নদীর ছন্দে এগিয়ে যাবি ,
অর্ণবের অথই অন্তরে বিরাজ করবে
পাহাড়ের মত মাথা উঁচু করে দাঁড়াতে পারবি ,
অসীমের বুকে সবকে ছোঁয়ার স্বাদ পাবি
প্রত্যেকেই রন্ধ্রে রন্ধ্রে তোর সত্তাকে অনুভব করবে l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ দাস ১৮/০২/২০১৭ভালো
-
রইস উদ্দিন খান আকাশ ১৪/০২/২০১৭অসাধারণ লাগল
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০২/২০১৭শুভেচ্ছা। ভালো থাকুন।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০২/২০১৭ভালো।
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ১১/০২/২০১৭চমৎকার উপদেশ মূলক কবিতা, ধূমপায়ীরা এই কবিতা থেকে শিক্ষা নিতে পারবে।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০২/২০১৭যথাযথ শব্দচয়ন (পোয়েটিক ডিকশন)
ধন্যবাদ!!