অপেক্ষা
জানিনা কেন....
লেখার ভাষা নেই
মনে ছন্দ নেই
দেহে শক্তি নেই
কিছু ভালো লাগে না
শুধু মনের ঈশান কোণে ,
একাকীত্বের বাতি জ্বলছে
পুড়ছে
গন্ধ পাচ্ছো প্রিয়তমা ?
জানো প্রিয়তমা,
আমি আঁচড় কাটতে চাই
সিঁড়িতে দাঁড়িয়ে প্রহর গুনছি
কখন হবে সূর্যোদয়,
মনের ক্যানভাসে মোরগ ডাকবে
জানান দেবে একটা স্নিগ্ধ ভোর
শিউলির সুবাস এঁকে দেবে আলপনা ;
ঘাসের উপর একবিন্দু শিশির
রামধনু তে সেজে উঠবে ।
জানো প্রিয়তমা ,
আমি শুধু ফুলের ঝরে পড়া দেখি
হিমের টুপটাপ পড়া শুনতে পাই
ভয় হয় আমিও কি ...........।
ওগো প্রিয়তমা ,
আমি শিউলি হয়ে ঝরতে চাই
কিন্তু সুবাসটা দিয়ে ,
আমি হিমের মত পড়তে চাই
যদি অপূর্ব দৃশ্যে ভাসাতে পারি
আমি বৃষ্টি হয়ে খসতে চাই
যদি ঊষর সিক্ত করতে পারি
আমি বসন্ত হতে চাই
জীবনগুলিকে রঙিন করতে।
জানো প্রিয়তমা,
অমাবস্যার ঝোড়ো মেঘলা রাতে হাঁটছি
একটু চাঁদনী রাতের ঝোল মাখবো বলে।
লেখার ভাষা নেই
মনে ছন্দ নেই
দেহে শক্তি নেই
কিছু ভালো লাগে না
শুধু মনের ঈশান কোণে ,
একাকীত্বের বাতি জ্বলছে
পুড়ছে
গন্ধ পাচ্ছো প্রিয়তমা ?
জানো প্রিয়তমা,
আমি আঁচড় কাটতে চাই
সিঁড়িতে দাঁড়িয়ে প্রহর গুনছি
কখন হবে সূর্যোদয়,
মনের ক্যানভাসে মোরগ ডাকবে
জানান দেবে একটা স্নিগ্ধ ভোর
শিউলির সুবাস এঁকে দেবে আলপনা ;
ঘাসের উপর একবিন্দু শিশির
রামধনু তে সেজে উঠবে ।
জানো প্রিয়তমা ,
আমি শুধু ফুলের ঝরে পড়া দেখি
হিমের টুপটাপ পড়া শুনতে পাই
ভয় হয় আমিও কি ...........।
ওগো প্রিয়তমা ,
আমি শিউলি হয়ে ঝরতে চাই
কিন্তু সুবাসটা দিয়ে ,
আমি হিমের মত পড়তে চাই
যদি অপূর্ব দৃশ্যে ভাসাতে পারি
আমি বৃষ্টি হয়ে খসতে চাই
যদি ঊষর সিক্ত করতে পারি
আমি বসন্ত হতে চাই
জীবনগুলিকে রঙিন করতে।
জানো প্রিয়তমা,
অমাবস্যার ঝোড়ো মেঘলা রাতে হাঁটছি
একটু চাঁদনী রাতের ঝোল মাখবো বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০২/২০১৭বেশতো অপেক্ষা করুন।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০২/২০১৭সুন্দর।
-
ফয়সাল রহমান ০৬/০২/২০১৭খুব সুন্দর