আজকের সংসার
মানস সরোবরের স্নিগ্ধ সুখ আজ ডাইনোসর
পদ্মের বিকশিত শোভা ঝরে পড়ছে নগরায়নের বিষবাষ্পে,
সমৃদ্ধ-পবিত্র স্বচ্ছ জলের বদলে শুধু পচা পাঁকের বুদবুদ
শালুক আজ অকালেই মুক্তি লাভ করেছে।
ছোট হাঁড়ির এককোনে পড়ে থাকা অন্ন গুলি শীতল হয় গর্ভপাতের পরেই
তারাও একসাথে এক হাঁড়ি জলে নাচতে পায় না,
আশ্রয় আজ শুধুমাত্র একটা নিছক সম্পর্ক
সম্পর্কের উষ্ণতায় আজ হিমালয়ের বরফ খেলা করে,
সংঘবদ্ধতার সৌন্দর্য আজ মিউজিয়ামের ফ্রেমে বাঁধানো
যৌথ পরিবার আজ ঠাকুমার ঝুলি ।
মনে অমাবস্যার তিথি
চিত্তে আজ স্বার্থপরতার অবাধ বিচরণ,
সুপরিচালিত প্রাণবন্ত স্বপ্নময় ছন্দোবদ্ধতা আজ ছন্নছাড়া পাগল
ডাস্টবিনে নিজেকে খুঁজে বেড়ায়।
পদ্মের বিকশিত শোভা ঝরে পড়ছে নগরায়নের বিষবাষ্পে,
সমৃদ্ধ-পবিত্র স্বচ্ছ জলের বদলে শুধু পচা পাঁকের বুদবুদ
শালুক আজ অকালেই মুক্তি লাভ করেছে।
ছোট হাঁড়ির এককোনে পড়ে থাকা অন্ন গুলি শীতল হয় গর্ভপাতের পরেই
তারাও একসাথে এক হাঁড়ি জলে নাচতে পায় না,
আশ্রয় আজ শুধুমাত্র একটা নিছক সম্পর্ক
সম্পর্কের উষ্ণতায় আজ হিমালয়ের বরফ খেলা করে,
সংঘবদ্ধতার সৌন্দর্য আজ মিউজিয়ামের ফ্রেমে বাঁধানো
যৌথ পরিবার আজ ঠাকুমার ঝুলি ।
মনে অমাবস্যার তিথি
চিত্তে আজ স্বার্থপরতার অবাধ বিচরণ,
সুপরিচালিত প্রাণবন্ত স্বপ্নময় ছন্দোবদ্ধতা আজ ছন্নছাড়া পাগল
ডাস্টবিনে নিজেকে খুঁজে বেড়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০২/০২/২০১৭আজকের ভালো লিখা!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০২/২০১৭ভালো।