মা
বুকের ক্যানভাসে তোমার আলেখ্য
মনের গহনে তোমার আবেশ
রন্ধ্রে রন্ধ্রে তোমার আয়াম
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l
নকশি কাঁথায় শুইয়ে দিয়ে
রামধনু রং ছুঁইয়ে দিয়ে
প্রণয় ক্ষীরে বসিয়ে দিয়ে
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l
সবুজ-পোষে স্নেহ দিয়ে
জল টলটল দীঘি হয়ে
ধুধু মনে কুসুম হয়ে
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l
শ্যাম মোহিনী দুপুর বেলা
গহ্বর ভরে ছন্দে মেলা
রিনিঝিনি নূপুর বোলে
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l
মনের গহনে তোমার আবেশ
রন্ধ্রে রন্ধ্রে তোমার আয়াম
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l
নকশি কাঁথায় শুইয়ে দিয়ে
রামধনু রং ছুঁইয়ে দিয়ে
প্রণয় ক্ষীরে বসিয়ে দিয়ে
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l
সবুজ-পোষে স্নেহ দিয়ে
জল টলটল দীঘি হয়ে
ধুধু মনে কুসুম হয়ে
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l
শ্যাম মোহিনী দুপুর বেলা
গহ্বর ভরে ছন্দে মেলা
রিনিঝিনি নূপুর বোলে
প্রদিগ্ধ আছো জীবন জুড়ে l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ রুমান ২৭/০১/২০১৭সুন্দর
-
আব্দুল হক ২৭/০১/২০১৭চমৎকার!
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০১/২০১৭ভালো।
-
মোনালিসা ২৬/০১/২০১৭অনেক সুন্দর হয়েছে