ও কুটুম
ও কুটুম-
তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে ?কুটুম বলে,বারে মনের বাড়িতে মন যাবে তাতে বাধা কি ?
আমি বললাম যতদিন থাকতে চায় পারবে ততদিন রাখতে?
কুটুম বলে,আরে পুষ্পের সাথে পরাগ থাকলে তবেই তো ফুলের স্বার্থকতা।
আমি বললাম-
চিরদিনের জন্য
সব ছেড়ে চলে আসবো
আমি কিন্তু কিছুই আনবো না।
কুটুম বলে,আমার শরীর তার আত্মাকে কাছে পাবে এটাই বড় প্রাপ্তি,
শুধু তুমি এসো
প্রতিদিন--
সকালে ঘুম ভাঙিয়ে দেব;
ব্রাশের ডগায় মাজন দেব,
চা দেব;তার সাথে বিস্কুটও
চানের জন্য কল থেকে জল দেব,
ভাত দেব
ভাতের উপর সবজি দেব,
বিছানাটাও ঝেড়ে দেব
পাশের ঘর থেকে ঘুম পাড়ানি গানটা ভাসিয়ে দেব বাতাসে;
জানালার কার্নিশ বেয়ে
তোমার হৃদয়ে আনবে গোলাপের আবেশ।
আমি বললাম-
মুখে বলাটা সহজ কিন্তু বাস্তবে কি ....।
কুটুম হাতের উপর হাত রেখে বললে-
আমার হৃদয়ের জানলায় উঁকি দাও, দেখবে শিউলি ভরা গাছের নিচে
একটা দোলনা,
তাতে এক মুঠো রোদের ঝিলিমিলি
ঐ দোলনাটি তোমার জন্য,
তুমি শান্তির নিরালায় বসবে
খুশির সাগরের ঢেউ তুলবে;
তোমার খুশির ঢেউয়ে
আমি স্নাত হব ।
তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে ?কুটুম বলে,বারে মনের বাড়িতে মন যাবে তাতে বাধা কি ?
আমি বললাম যতদিন থাকতে চায় পারবে ততদিন রাখতে?
কুটুম বলে,আরে পুষ্পের সাথে পরাগ থাকলে তবেই তো ফুলের স্বার্থকতা।
আমি বললাম-
চিরদিনের জন্য
সব ছেড়ে চলে আসবো
আমি কিন্তু কিছুই আনবো না।
কুটুম বলে,আমার শরীর তার আত্মাকে কাছে পাবে এটাই বড় প্রাপ্তি,
শুধু তুমি এসো
প্রতিদিন--
সকালে ঘুম ভাঙিয়ে দেব;
ব্রাশের ডগায় মাজন দেব,
চা দেব;তার সাথে বিস্কুটও
চানের জন্য কল থেকে জল দেব,
ভাত দেব
ভাতের উপর সবজি দেব,
বিছানাটাও ঝেড়ে দেব
পাশের ঘর থেকে ঘুম পাড়ানি গানটা ভাসিয়ে দেব বাতাসে;
জানালার কার্নিশ বেয়ে
তোমার হৃদয়ে আনবে গোলাপের আবেশ।
আমি বললাম-
মুখে বলাটা সহজ কিন্তু বাস্তবে কি ....।
কুটুম হাতের উপর হাত রেখে বললে-
আমার হৃদয়ের জানলায় উঁকি দাও, দেখবে শিউলি ভরা গাছের নিচে
একটা দোলনা,
তাতে এক মুঠো রোদের ঝিলিমিলি
ঐ দোলনাটি তোমার জন্য,
তুমি শান্তির নিরালায় বসবে
খুশির সাগরের ঢেউ তুলবে;
তোমার খুশির ঢেউয়ে
আমি স্নাত হব ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০২/০২/২০১৭অসাধারণ- দাদা