www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালো থাকা

কেমন আছো ভৈরব?
-- ভালো আছি।
সত্যি ভালো আছো?
-- বিশ্বাস করো সত্যি আমি ভালো আছি।

কেন যেন বিশ্বাস হচ্ছে না কথাটা !
-- দেখ ! তোমার বিশ্বাস অবিশ্বাসের মাঝে আমার ভালো থাকাটা আটকে রেখো না ।

সত্যি এখন তোমার মন খারাপ হয় না?

-- মন খারাপ হবে বলেই তো রোদে থাকি। ভেঁজা ভেঁজা চোখগুলো রোদ্দুরে শুকাই। মন খারাপের বাচ্চাগুলো ভালো থাকাতে এসে মিশে গেছে আজ।

তুমি কাঁদছো কেন?
-- আরেহ! ওটা কান্না নয়। রোদ না থাকলে চোখে জল জমে যায় ।
ওহ! তুমি তো জানো না! আকাশ মেঘলা থাকলেই আজকাল এমন হয় আমার।

তুমি সত্যি ভালো আছো ভৈরব?
-- ভালো আছি। তুমি ভালো থেকো।

Joy DebNath
020620181116
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast