কিছু জীবন
দুঃখ'রা অনাহারীর উঠোনে গোল্লাছুট খেলতে খেলতে আকাশ থেকে সন্ধ্যে নামায়। অর্ধাহারে অনাহারে চারশ চুয়াল্লিশটি ঋতু কাটিয়ে স্বপ্নের রোদে পুড়ে অঙ্গার করা শরীরটাও ভালোবাসতে ভুলে না।
শরীরটাও ভালোবাসতে ভালোবাসে। ভালোবাসা পেতে ভালোবাসে। সর্বোপরি বেঁচে থাকতে ভালোবাসে।
নিয়তির গালে গুণে গুণে চুয়াল্লিশটা চুমু খেয়ে
বৃদ্ধ শরীরখানি নিজের হাতে সাজিয়ে দেয় দুঃখ আর হতাশার কাঙ্খিত ফুলশয্যা।
হাজারো দুঃখের ভিড়ে আশার একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে প্রহর গুণতে গুণতে এক সময় ধসে যায়। ধসে যাওয়ার ত্রিশ সেকেন্ড আগেও ভালোবেসে একটা জীবন চায়। যাপনের। কিন্তুু পায় না।
Joy DebNath
010620180335
শরীরটাও ভালোবাসতে ভালোবাসে। ভালোবাসা পেতে ভালোবাসে। সর্বোপরি বেঁচে থাকতে ভালোবাসে।
নিয়তির গালে গুণে গুণে চুয়াল্লিশটা চুমু খেয়ে
বৃদ্ধ শরীরখানি নিজের হাতে সাজিয়ে দেয় দুঃখ আর হতাশার কাঙ্খিত ফুলশয্যা।
হাজারো দুঃখের ভিড়ে আশার একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে প্রহর গুণতে গুণতে এক সময় ধসে যায়। ধসে যাওয়ার ত্রিশ সেকেন্ড আগেও ভালোবেসে একটা জীবন চায়। যাপনের। কিন্তুু পায় না।
Joy DebNath
010620180335
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ২১/০৬/২০১৮দারুণ।
-
পবিত্র চক্রবর্তী ০২/০৬/২০১৮সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৬/২০১৮খুব ভাল প্রয়াস।
ধন্যবাদ জানবেন।