www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনের প্রশাসন

'জীবন' আমার বড় ছেলের নাম। তাঁকে আমার নিজের থেকেও বেশী ভালোবাসি। গুরুত্ব দিই। তিনবেলা স্বপ্ন খাওয়াই। স্বপ্ন খেতে জীবন খুব ভালোবাসে। জীবনের পছন্দের খাবারই স্বপ্ন।

অনেকদিন যাবৎ দেখছি জীবন নিজের ঘরে একা একা বসে কাঁদে। কি কারণে কাঁদে ঠিক বুঝতে পারছিলাম না। ওর কান্না আমি সহ্য করতে পারি না একদম । ছেলের কান্না সহ্য করার ক্ষমতা বোধহয় পৃথিবীর কোনো বাবার নেই।

যাই হোক, পরে শুনলাম 'মানবতা' নামে তার নাকি এক বান্ধবী ছিলো।
প্রেমিকা কিনা কে জানে !!

মানবতার নাকি দুটি কিডনি বিকল হয়ে গেছে। তবে চিকিৎসকরা বলেছেন এখনো একটা চান্স আছে -- অতিসত্বর কিছু 'সচেতনতা' যদি মনুষ্যত্বের কাউন্টারে জমা করে রিসিভ কপি আনতে পারি তাহলে অপারেশন শুরু করবে।

যতদুর বুঝলাম মানবতাকে ছাড়া জীবনও ভালো থাকতে পারবে না। বাঁচবেও না হয়তো।

তাই জীবন এবং জীবনের বাবা আপনাদের নিকট সহযোগীতা চাইছি। আমার হবু পূত্রবধু 'মানবতা'কে বাঁচানোর জন্য সহযোগীতা ও সচেতনতা ভিক্ষা দিন।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৬৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লাগলো।
  • অনন্য সুন্দর লেখা।
    শুভকামনা রেখে গেলাম।
 
Quantcast