www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খানা - খন্দের সমাচার

- ভাবি আজ যা রান্না করলেননা , উফ লা জাওয়াব !
ঘোমটার ভেরত থেকেই লজ্জা পেয়ে উত্তর দিল মোস্তাফিজের বৌ ,
- তার মানে আমিন ভাই আমার রান্না অনেক খারাপ ।
আবেগে আমিন জবাব তোলে জোর গলায় ,
- কি বললেন এটা আপনি ? আপনার রান্না তো এখনও আমার জিভে লেগে আছে । না না ভাবি এ কাজটা আপনি ঠিক করলেন না !
আবার লজ্জা পায় মোাস্তাফিজের বৌ । মোস্তাফিজ ও পাশে মুচকি হাসে ।
- কোন কাজটা ভাই ?
- এই যে এত ভাল রান্না খাওয়ালেন । এখন তো এ রাস্তার সামনে দিয়ে আসতে গেলেই পেটে কামড় দিবে । কি রে মোস্তাফিজ , চুপ কেন তুই ?
মোস্তাফিজ এবার তার নববিবাহিতা বৌ-এর প্রসংশায় মুখর হয় ,
- আর বলিস না , আমি তো মনে হয় অনেক ভাগ্যবান রে !
হাতের কনুই দিয়ে ধাক্কার মত করে মোস্তাফিজের স্ত্রী । এটা চােখ এড়িয়ে যায়না আমিনের , তাই আবার খাবারের বর্ননা দিতে থাকে ।
- ভাবি কই মাছটা মনে হয় পেটে আবার লাফাইতেছে , বলেন তো কি করি ?
- কি আর করবেন আজ থেকে যান বাসায় , সকালের খাবারটাও খেয়ে যাবেন।
- আহা , ভাবি অফিসটাই তো সবচেয়ে ঝামেলার ।
মোস্তাফিজের মাথায় দোল ওঠে , এমনিতেই নতুন বিয়ে তার উপর এরে বলে কিনা বাসায় থাকতে!
- না না , তুমি জানোনা নুসরাত ওর বসটা অনেক বজ্জাত ; থাক আজ ওরে বাসায় দিয়ে আসি ।
আমিন আবার গদগদ হয় ।
- তবে ভাবি আর যাই বলেন আপনার রান্নার সবই ঠিক আছে তবে ডালে লবনটা একটু কম ছিল । মনে হয় জাল কম পড়েছে ।
মোস্তাফিজ আর নুসরাত একে অপরের চোখে চোখ রাখে । তাদের চোখের এ ভাষা আমিনের অজানা ।
আঁতকে উঠা চোখে নুসরাতের ঘোমটা কিছুটা হেলে পড়ে ।
- কি বলেন আমিন ভাই ? আমি তো ডাল রান্নাই করি নাই ? এই মোস্তাফিজ করেছি আমি ?
এবার মোস্তাফিজ অনেকটাই অবাক ,
- কি রে তুই ডাল কখন খাইলি ?
তিনজনের এ কথার মাঝে আমিন এবার সবার চেয়ে অবাক হয়ে ওঠে , তার প্রশ্নে জড়জড়িত দুটি চোখ বেয়ে কথা বেড়িয়ে আসে ,
- তাহলে ওই স্টিলের বাটিতে কি ছিল ?
এবার মোস্তাফিজ দুই গাল হাসি নিয়ে জবাব দেয়
- হায় , হায় , কি করছস তুই । ওইটা তো হাত ধোয়ার পানি ছিল ।
এবার আমিনের কি হল তা হয়ত অসংজ্ঞায়িত , তবে নুসরাতের ঘোমটা আটঘাট করে তার হাসি চাপায় ।

(সমাপ্ত)
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৯৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিমুল শুভ্র ০৫/০৬/২০১৪
    হাহাহাহাহ মুগ্ধ হলাম ।
  • হা হা হা! এইরকম অনেক ঘটনাই আছে
  • কবি মোঃ ইকবাল ৩০/০৫/২০১৪
    গল্পটি খুব ভালো লাগলো।
    • তাইবুল ইসলাম ৩১/০৫/২০১৪
      আপনাকে অনেক ধন্যবাদ
      শুভেচ্ছা রইল
 
Quantcast