www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাস্তার ঐধারে (চতুর্থ ভাগ)

৪.
সকাল বেলার দিকে বের হতেই কানে একটা আওয়াজ ভেসে আসত । সে ধ্বনি যেন প্রতিনিয়ত শত শ্রমিকের কাজ করার পর ক্লান্তি মাখা দেহের শেষ ঘাম মুছে ফেলায় যে তৃপ্তির নিশ্বাস বুক জুড়ে বেড়িয়ে আসে তার মত শোনায় ।
এরকমভাবে আমি কখনও কোন ভিক্ষুককে চাইতে দেখিনি । আর পাওয়ার আনন্দটা তার বিধাতার সাথে ভাগ করে নেয়ার যে তীব্র বাসনা আর অনুভুতি , তা কেবল এক একটা আধারের রাতে জোছনার বার্তা শোনায় সে ভাষাহীন মুখে ।
হাত দুটো পেতে রাখেনা , কোন আকুতি শোনায় না ; শুধু সেই ধ্বনি সবার কানে জানিয়ে দেয় তার উপস্থিতি । প্রতিদিন দেখতাম তাকে রাস্তার ঐধারে ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অমর কাব্য ২৭/০৫/২০১৪
    কিছুটা বোঝার চেষ্টা করছি
  • কবি মোঃ ইকবাল ২৭/০৫/২০১৪
    অবশেষে আপনার অসমাপ্ত গল্পটি সমাপ্তি পর্যন্ত পড়তে পারলাম।
    খুব আবেগ, ভালোবাসা আর কিছু বিরহমাখা গল্পটি আসলেই অসাধারন লিখেছেন।
    • তাইবুল ইসলাম ২৮/০৫/২০১৪
      সমাপ্তিটা একটু টেনে দিলাম
      আশা করি পড়বেন
      • কবি মোঃ ইকবাল ২৮/০৫/২০১৪
        পড়ে ফেলেছি। ভালো লাগলো।
        • তাইবুল ইসলাম ২৯/০৫/২০১৪
          ধন্যবাদ
          আপনাকে সদাই পাশে পাই ভাল লাগে
          শুভেচ্ছা রইল
 
Quantcast