www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাস্তার ঐধারে (তৃতীয় ভাগ)

৩.
এই পথই কোন কোন মানষকে জীবন দিয়েছে , আবার কারও কাছ থেকে নিয়ে গেছে অগণিত । আর সেই মানুষগুলোর মাঝে খুঁজে ফিরি আমি আসলে আজ এই মুহূর্তে কি পেয়েছি বা হারিয়েছি ।
এই রাস্তা ধরেই প্রতিদিন হেটে যাই অফিসে । নানান ব্যস্ততায় আর কোন কিছুই স্মৃতিতে আটকে রাখা আমার বড় দায় ! তবু কিছু তো রয়ে যায় ।
আজকের এই পথ আমার রয়ে যাওয়া স্মুতিতে আটকে আছে । ঠিক এই মোড়টা । আমারই বাড়ন্ত অভিজ্ঞতার চোখে এ মোড়ে আমি অনেককে দেখেছি ।
দেখেছি কেউ দাড়িয়ে ছিল কারও অপেক্ষায় পুরো বিকেল । আবার সকালে অনেককেই দেখেছি স্কুলে যাবে বলে দাড়িয়ে আছে ।
অথবা কোন সন্ধ্যায় এক অপ্রতিম সুখ দেবার আশায় হাত বাড়িয়ে থাকা কোন রমনী ।

(চলবে)
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৯৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সামসুল ইসলাম ২৮/০৫/২০১৪
    Khub valo laglo.
  • অমর কাব্য ২৭/০৫/২০১৪
    এই পথই কোন কোন মানষকে জীবন দিয়েছে।।।সুন্দর
  • কবি মোঃ ইকবাল ২৬/০৫/২০১৪
    তাইবুল ভাই ৩য় ভাগও পড়লাম। ৪র্থ ভাগের প্রতিক্ষায় রইলাম।
    • তাইবুল ইসলাম ২৭/০৫/২০১৪
      এই তো আসলাম এখনই পাবেন
      শুভেচ্ছা জানবেন
  • সুরজিৎ সী ২৬/০৫/২০১৪
    ভালো হয়েছে।
  • ভালো লেগেছে!
 
Quantcast