www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাস্তার ঐধারে (দ্বিতীয় ভাগ)

২.
সময়টা অল্প অল্প করে খুব সুন্দরভাবে কেঁটে যাচ্ছিল । আর সে সময়ের মাঝে কিছু কিছু ভালবাসা কিংবা আবেগ নিয়তির মাঠে ধাক্কা খেয়ে আবার আমারই দিকে ফিরে ফিরে আসছিল । তার কারনেই হয়তবা পরিবারের সাথে আজকাল সেই টান কেবল আধুনিক কালের সালাম দেয়ার মত ঠেকেছে ।
প্রতিদিন সকালে হালকা নাস্তা করে বা করতে ভুলে যেয়ে , একগাদা চিন্তা মাথায় চাপিয়ে অফিসের দিকে রওনা দেয়া একটা নেশা হয়ে গেছে ।
এ নেশা শুধু আমার না ; এ শহরের সবার ।
তালে তাল মিলিয়ে এ পিচঢালা রাস্তায় গার্মেন্টসের শ্রমিকরা কাজ করতে ছুটে চলে । মাস শেষে কারও মেলে নিজেকে চালিয়ে নেয়ার খরচ , কারও বা স্বামীর অত্যাচারের বিপরীতে কিছু পয়সার ভালবাসা , আর কারও বুকফাটা আর্তনাদ ।
এই শহরের রাস্তা সবার কথা জানে , এমনকি আমারও ।
যখন আমার মনের সাগরে দোলা দিতে গিয়ে ভুল করে পারিপার্শ্বিক প্রবাহমানতা ।

(চলবে)
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৫৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পড়লাম! ভালো লাগলো
  • কবি মোঃ ইকবাল ২৩/০৫/২০১৪
    পড়লাম। অনেক ভালো লাগলো।
    ৩য় ভাগের অপেক্ষায় থাকলাম।
  • সুরজিৎ সী ২৩/০৫/২০১৪
    খুবই সুন্দর গল্প।
    • তাইবুল ইসলাম ২৩/০৫/২০১৪
      আপনাকে অসংখ‌্য ধন্যবাদ
      শুভেচ্ছা রইল
 
Quantcast