রাস্তার ঐধারে (প্রথম ভাগ)
১.
আজকের এইখানে আমি কিছুই লিখবনা। কেউ কারন জানতে চাইবেননা ।
হতে পারে সব কারন সবসময় লৌকিক হয়না , মাঝে মাঝে ব্যক্তিগত হয়ে দাঁড়ায় , কিংবা হৃদয়ের গভীরে আঁচড় কাটে একটু একটু করে ।
কিছু কিছু কারন মানুষের জীবনে নতুন আশার জন্ম দেয় , অপর দিকে কিছু কারন এমন থাকে যেখানে আশা বা কিছু প্রাপ্তির কোন সম্ভবনা না থাকলেও সে কারন জীবনের কিছু দিক বা কিছু মুহুর্তকে ভাবিয়ে তোলে ।
আজ আমি ভাবনার অতলে যে সাতার কাটছি ; সে পানিতে কিধরনের জোয়ার - ভাটা আসে তা আমার চিন্তাও হয়ত জানেনা।
(চলবে)
আজকের এইখানে আমি কিছুই লিখবনা। কেউ কারন জানতে চাইবেননা ।
হতে পারে সব কারন সবসময় লৌকিক হয়না , মাঝে মাঝে ব্যক্তিগত হয়ে দাঁড়ায় , কিংবা হৃদয়ের গভীরে আঁচড় কাটে একটু একটু করে ।
কিছু কিছু কারন মানুষের জীবনে নতুন আশার জন্ম দেয় , অপর দিকে কিছু কারন এমন থাকে যেখানে আশা বা কিছু প্রাপ্তির কোন সম্ভবনা না থাকলেও সে কারন জীবনের কিছু দিক বা কিছু মুহুর্তকে ভাবিয়ে তোলে ।
আজ আমি ভাবনার অতলে যে সাতার কাটছি ; সে পানিতে কিধরনের জোয়ার - ভাটা আসে তা আমার চিন্তাও হয়ত জানেনা।
(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২৩/০৫/২০১৪আপনার ভাবনা অসাধারণ।
-
সুরজিৎ সী ২২/০৫/২০১৪শুভেচ্ছা রইল।