মর্যাদা (তৃতীয় পর্ব)
সম্মান হোক আর মর্যাদাই হোক ; তা করার জন্যে তো লোক চাই।
এর জন্যে যে সব সহজ উপায় আছে তার মধ্যে একটি হচ্ছে -
যারা বা যে এ মহানতার সাথে সাক্ষাতে আগ্রহী তার কিছু কাগজ আর কলম দরকার।
প্রথমেই তাদের নাম লিখে ফেলুন যাদের কাছ থেকে সম্মান সবসময়ই মেলে।
এরপর তাদের যাদের কাছ থেকে সম্মান পাওয়ার সম্ভবনা আছে।
এতটুকু করলেই যথেষ্ট।
তবে মনে যদি খুঁতখুঁত লাগে তাহলে হাতে কালো কাগজ নিয়ে নিন। আর একের পর এক লিখতে থাকুন তাদের নাম যাদের কাছ থেকে সম্মান আদায় করতে হবে অথবা আদায় করা উচিৎ।
এরপর নিজেই বিচার করুন, এ সমাজে আপনার মর্যাদা কতখানি?
এর জন্যে যে সব সহজ উপায় আছে তার মধ্যে একটি হচ্ছে -
যারা বা যে এ মহানতার সাথে সাক্ষাতে আগ্রহী তার কিছু কাগজ আর কলম দরকার।
প্রথমেই তাদের নাম লিখে ফেলুন যাদের কাছ থেকে সম্মান সবসময়ই মেলে।
এরপর তাদের যাদের কাছ থেকে সম্মান পাওয়ার সম্ভবনা আছে।
এতটুকু করলেই যথেষ্ট।
তবে মনে যদি খুঁতখুঁত লাগে তাহলে হাতে কালো কাগজ নিয়ে নিন। আর একের পর এক লিখতে থাকুন তাদের নাম যাদের কাছ থেকে সম্মান আদায় করতে হবে অথবা আদায় করা উচিৎ।
এরপর নিজেই বিচার করুন, এ সমাজে আপনার মর্যাদা কতখানি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।