মর্যাদা (দ্বিতীয় পর্ব)
সম্মানের ধারা আর বংশেরধারা হয়তোবা কোন কারনে এক হওয়ার দরকার ছিলো। কারন , এতে কিছু বাড়তি সুবিধা আছে।
এক. যার বংশ যত সম্ভ্রান্ত তার সম্মান তত বেশি (যদিও এটা সমাজে বহাল আছে)।
দুই. বংশে পয়সাপাতি বেশি থাকলে , সম্মানও বেশি (এটাও সমাজে বহাল আছে)।
তিন. বংশমর্যাদা বাড়লে সম্মানও সাথে সাথে বাড়বে (এটা আজকাল তেমন পাওয়া যায়না)।
কিন্তু এখানে এক প্রশ্ন থেকে যায় ?>>সম্মানটা করবে কে??
এক. যার বংশ যত সম্ভ্রান্ত তার সম্মান তত বেশি (যদিও এটা সমাজে বহাল আছে)।
দুই. বংশে পয়সাপাতি বেশি থাকলে , সম্মানও বেশি (এটাও সমাজে বহাল আছে)।
তিন. বংশমর্যাদা বাড়লে সম্মানও সাথে সাথে বাড়বে (এটা আজকাল তেমন পাওয়া যায়না)।
কিন্তু এখানে এক প্রশ্ন থেকে যায় ?>>সম্মানটা করবে কে??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২৩/০৫/২০১৪আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই ভাই। দুঃখিত।