মর্যাদা (প্রথম পর্ব)
অনেক অবাক হলাম।
সত্যিই, অনেক অবাক হলাম!
একজন মানুষের জীবন ঠিক কতভাবে ওলট-পালট হতে পারে এ ভেবে।
তার কি সত্যিই কোন দোষ ছিল? - কে জানে ?
তবে এ কথা সত্যি, কেউকে সম্মান দিলে সেটা যেমন কোনদিন ফেরত চলে আসে; ঠিক তেমনি অসম্মানের ক্ষেত্রেও খাটে।
আমি যখন সম্মানই দিতে পারছিনা তো অসম্মান দেয়ার দরকারটা কিভাবে আসে।
এর চেয়ে ভালো আমি মানুষ, জড়তা নিয়েই বেঁচে থাকি; কাঁটিয়ে দেই জীবনটা একটু একটু করে।
সত্যিই, অনেক অবাক হলাম!
একজন মানুষের জীবন ঠিক কতভাবে ওলট-পালট হতে পারে এ ভেবে।
তার কি সত্যিই কোন দোষ ছিল? - কে জানে ?
তবে এ কথা সত্যি, কেউকে সম্মান দিলে সেটা যেমন কোনদিন ফেরত চলে আসে; ঠিক তেমনি অসম্মানের ক্ষেত্রেও খাটে।
আমি যখন সম্মানই দিতে পারছিনা তো অসম্মান দেয়ার দরকারটা কিভাবে আসে।
এর চেয়ে ভালো আমি মানুষ, জড়তা নিয়েই বেঁচে থাকি; কাঁটিয়ে দেই জীবনটা একটু একটু করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২৩/০৫/২০১৪
চমৎকার ভাবনা।