প্রবাসী
কিশোর হয়তো তার জন্মই হয়ে ছিলো জীবনের সাথে যুদ্ধ করে তবেই বাচতে হবে ...হে সবাই যুদ্ধ করে পৃথিবীতে বেচেঁ আছে তবে ওর বেলায় ঠিক অন্য রকম।
স্বপ্নের সিংগাপুর।
শত অসাধ্য কে সাধনার পরে যখন স্বপ্নের সিংগাপুরে কিশোর পা রাখে, ফেলে আসা আপন মানুষ গুলোর কথা ভুলতেই বসে ছিলো এই ভেবে যে, এবার হয়তো তার প্রিয় মানুষ গুলোর মুখে হাসি ফোটাতে পারবে। সে তখন আবেগে একবার কেঁদেই দিয়েছিলো।
কিন্তু সিংগাপুর এয়ারপোর্টে নামার ঘন্টা দুই পরে যখন তাকে রিসিভ করার জন্য ড্রাইভার আসলো ও তাকে নিয়ে গাড়িতে উঠাল, তখনই সে সহজেই বুঝতে পারলো তার জীবনের যুদ্ধটা এখানেও বিদ্যামান।
স্বপ্নের সিংগাপুর।
শত অসাধ্য কে সাধনার পরে যখন স্বপ্নের সিংগাপুরে কিশোর পা রাখে, ফেলে আসা আপন মানুষ গুলোর কথা ভুলতেই বসে ছিলো এই ভেবে যে, এবার হয়তো তার প্রিয় মানুষ গুলোর মুখে হাসি ফোটাতে পারবে। সে তখন আবেগে একবার কেঁদেই দিয়েছিলো।
কিন্তু সিংগাপুর এয়ারপোর্টে নামার ঘন্টা দুই পরে যখন তাকে রিসিভ করার জন্য ড্রাইভার আসলো ও তাকে নিয়ে গাড়িতে উঠাল, তখনই সে সহজেই বুঝতে পারলো তার জীবনের যুদ্ধটা এখানেও বিদ্যামান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৪/০৪/২০১৬অনেক ভাল লাগল
-
ধ্রুব রাসেল ১৮/০১/২০১৬জীবন মানেই সংগ্রাম।
-
দেবব্রত সান্যাল ১৮/০১/২০১৬ভালো। বাঁচতে , বেঁচে - সম্পাদনা করে নেবেন।