সজাগ থাকতে হবে দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে।
আসন্ন দুর্গাপূজা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত গভীর ষড়যন্ত্রে লিপ্ত। মুর্তি ভাঙ্গা,আগুন বিস্ফোরণ ও বোমা হামলা করাতে পারে। হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের সাজানো সংসার ভেঙ্গে তছনছ হয়ে যায়। এই জন্যই ভারত এমনি এমনি ছেড়ে দিবে না বাংলাদেশকে । আগে হিন্দুদের উপর হামলার মিথ্যা কাহিনী প্রচার। আনসার আন্দোলন ,শ্রমিক আন্দোলন কোনো কিছু করে সাম্প্রদায়িক দল বিজিপি পতিত স্ত্রীর ফিরে আসা নিশ্চিত করতে পারে নাই।
কিন্তু বসে থাকার লোক ভারত না। এখন পাহাড়িদের উসকে দিয়ে দাঙ্গা লাগানোর ব্যর্থ চেষ্টা করছেতে।
খাদ্য রপ্তানি বন্ধ করে আড়তদারকে দিয়ে দাম বাড়ানোর চেষ্টা করতেছে এবং করবে।
সামনে দুর্গা পুজায় এদেশীয় দালাল দিয়ে হামলা করিয়ে দাঙ্গা লাগানো চেষ্টা অবশ্যই করবে। তাই সজাগ থাকতে হবে দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে।
কিন্তু বসে থাকার লোক ভারত না। এখন পাহাড়িদের উসকে দিয়ে দাঙ্গা লাগানোর ব্যর্থ চেষ্টা করছেতে।
খাদ্য রপ্তানি বন্ধ করে আড়তদারকে দিয়ে দাম বাড়ানোর চেষ্টা করতেছে এবং করবে।
সামনে দুর্গা পুজায় এদেশীয় দালাল দিয়ে হামলা করিয়ে দাঙ্গা লাগানো চেষ্টা অবশ্যই করবে। তাই সজাগ থাকতে হবে দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুরনবী সরকার ০৫/০১/২০২৫সচেতন থাকা দরকার
-
পরিতোষ ভৌমিক ২ ২৬/০৯/২০২৪সচেতন থাকা ভালো, তবে ব্যখ্যা আরো সুন্দর ভাবে করা যেতো ।
-
আলমগীর সরকার লিটন ২৩/০৯/২০২৪সত্যকথা বলেছেন