জনদরদী মহব্বত ভাই
মামলা নিয়ে ঘুরে বেড়াই পাইনা খেতে ভাত
বউ বাচ্চা কান্দে মরে দিন আর রাত
নির্বাচন এলে ভোটে দাড়াই ,শ্লোগান ধরে সবাই
মহব্বত ভাই মহব্বত ভাই আমরা সবাই তাকে চাই,
মহব্বত ভাইয়ের চরিত্র ফুল হতে পবিত্র
ভোটে জিতে প্রথম দিনেই টিনের চশমা চোখে
লজ্জা শরম ধুয়ে দিয়ে টাকা কামাই ছুটে।
ডুবাই কানাডা মালায়শিয়া কোন দেশ ছেড়ে কোন দেশে যাই, ব্যবসা বাণিজ্য মেলা মেলা তাই যে আমি ঘুরে বেড়াই। মামলা নাই তাই কোর্ট কাচারি কিছুই নাই আমি এখন দেশ চালাই, মায়ের দোয়া সঙ্গী করে আমজনতার গোষ্ঠী কিলাই।
ঘুম ঘুম চোখে স্বপ্নে ডানাকাটা লাল পরি
ডানে বামে নারী থাকে সামনে থাকে হুসকি
টাকা আর টাকা চাই ,আমার শুধু টাকা চাই
বউটা ক্রিয়াহীন মেয়েটা পেতনী পোলাটা ফেন্সী
আমি হলাম জনদরদী
বউ বাচ্চা কান্দে মরে দিন আর রাত
নির্বাচন এলে ভোটে দাড়াই ,শ্লোগান ধরে সবাই
মহব্বত ভাই মহব্বত ভাই আমরা সবাই তাকে চাই,
মহব্বত ভাইয়ের চরিত্র ফুল হতে পবিত্র
ভোটে জিতে প্রথম দিনেই টিনের চশমা চোখে
লজ্জা শরম ধুয়ে দিয়ে টাকা কামাই ছুটে।
ডুবাই কানাডা মালায়শিয়া কোন দেশ ছেড়ে কোন দেশে যাই, ব্যবসা বাণিজ্য মেলা মেলা তাই যে আমি ঘুরে বেড়াই। মামলা নাই তাই কোর্ট কাচারি কিছুই নাই আমি এখন দেশ চালাই, মায়ের দোয়া সঙ্গী করে আমজনতার গোষ্ঠী কিলাই।
ঘুম ঘুম চোখে স্বপ্নে ডানাকাটা লাল পরি
ডানে বামে নারী থাকে সামনে থাকে হুসকি
টাকা আর টাকা চাই ,আমার শুধু টাকা চাই
বউটা ক্রিয়াহীন মেয়েটা পেতনী পোলাটা ফেন্সী
আমি হলাম জনদরদী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৮/০৮/২০২৪খুব সুন্দর হয়েছে।
-
suman ০২/০৭/২০২৪সমসাময়িক সামাজিক চালচিত্র খুব স্পষ্ট ভাবে সাহসিকতার সাথে উঠে এসেছে.
। -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/০৬/২০২৪সুন্দর
-
তরুন ইউসুফ ২৪/০৬/২০২৪চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৬/২০২৪অনবদ্য
-
আলমগীর সরকার লিটন ১২/০৬/২০২৪বাহ সুন্দর কাব্যিক কবি দা