মায়ের শাড়ির রং বদল
পৃথিবীর সব কিছু আপেক্ষিক
মৃত্যুও আপেক্ষিক, তবুও কেনো ভুলি
মায়ের শাড়ির রং বদলে
বদল হয় চলন ও কথন
এইতো ফ্যাকাশে জীবন।
গাছের শিকড় হতে গাছ হয়
প্রকৃতির জালে সবই বাঁধা
মৃত্যু, জীবন নাটকের একটা অধ্যায়।
শূন্য চেয়ার পড়ে আছে
সদর দরজায় নেই শুধু প্রাণটা
ঝাপসা চোখ মন কাঁদে নিয়মমাফিক
দাদা , বাবা তারপর আমি
মায়ের শাড়ির রং বদলায়
ঝরা পাতা ও ফুল
এখন আর কেউ কুড়ায় না
অযত্ন অবহেলায় মলিন হয় l
মৃত্যুও আপেক্ষিক, তবুও কেনো ভুলি
মায়ের শাড়ির রং বদলে
বদল হয় চলন ও কথন
এইতো ফ্যাকাশে জীবন।
গাছের শিকড় হতে গাছ হয়
প্রকৃতির জালে সবই বাঁধা
মৃত্যু, জীবন নাটকের একটা অধ্যায়।
শূন্য চেয়ার পড়ে আছে
সদর দরজায় নেই শুধু প্রাণটা
ঝাপসা চোখ মন কাঁদে নিয়মমাফিক
দাদা , বাবা তারপর আমি
মায়ের শাড়ির রং বদলায়
ঝরা পাতা ও ফুল
এখন আর কেউ কুড়ায় না
অযত্ন অবহেলায় মলিন হয় l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৭/০৪/২০২৪বাহু অসাধারণ শব্দভাান্ডারে দারুণ রচিলেন
-
বোরহানুল ইসলাম লিটন ২৩/০৪/২০২৪কবিতাটি সত্যিই সর্বগুণে অসাধারণ!
কথাকলি গভীরতা এককথায় অনন্য!
আবার পড়ে গেলাম প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত! -
Md. Rayhan Kazi ২৩/১০/২০২৩নান্দনিক প্রকাশ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/১০/২০২৩খুব সুন্দর
-
আলমগীর সরকার লিটন ২২/১০/২০২৩অনেক দোয়া জানাই মায়ের প্রতি
-
বোরহানুল ইসলাম লিটন ২২/১০/২০২৩এটাই নিয়ম প্রিয় কবি!
সকালে স্নেহ কতো
দ্বিপ্রহরে আদরের জয়,
তারপার অবহেলা সয়ে
অবশেষে চলে যেতে হয়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত!