শকুনি মামা ও মজিদ চাচা
দুই পিন্ড মাংসের জন্য কতনা হা-হুতাশ
মজিদ চাচা অনেক দিন ধরে পায় না খেতে
তা দেখে আনন্দে নাচে বিদ্যা বালান।
প্রচণ্ড তাপদাহ মজিদ চাচা কাহিল প্রায়
মাথার উপর থাকা পাখা স্থির এখন
গামছা কাঁধে খালি গায়ে করে উন্নয়নের মিছিল ।
বিদ্যা বালান মানবিক গুণে পরিপূর্ণ
তাই বিলীয়ে দিতে চায় মাংস পিন্ড
আশপাশ তেল বিহীন খালি বোতল
কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না
কম্পিত আকাশ বাতাস তিনটা শব্দ বিকট
খেলবো খেলবো খেলবো শুধু মাংস পিন্ড চাই l
মজিদ চাচা অনেক দিন ধরে পায় না খেতে
তা দেখে আনন্দে নাচে বিদ্যা বালান।
প্রচণ্ড তাপদাহ মজিদ চাচা কাহিল প্রায়
মাথার উপর থাকা পাখা স্থির এখন
গামছা কাঁধে খালি গায়ে করে উন্নয়নের মিছিল ।
বিদ্যা বালান মানবিক গুণে পরিপূর্ণ
তাই বিলীয়ে দিতে চায় মাংস পিন্ড
আশপাশ তেল বিহীন খালি বোতল
কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না
কম্পিত আকাশ বাতাস তিনটা শব্দ বিকট
খেলবো খেলবো খেলবো শুধু মাংস পিন্ড চাই l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ১১/০৮/২০২৪প্রতিবাদী লেখা, সাহসী লেখা...
-
আনাস খান ০৬/০৪/২০২৪অপ্রিয় সত্য
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ৩০/০৮/২০২৩অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ২১/০৭/২০২৩অনুপম
-
বিধান চন্দ্র ধর ১২/০৭/২০২৩বাহ্
-
এস কে শুভ ২৬/০৪/২০২৩বাহ্
-
অভিজিৎ হালদার ২০/০৪/২০২৩সুন্দর ভাবনার প্রকাশ।
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/০৪/২০২৩সময়ের সাবলিল উচ্চারণ!
মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম শতভাগ!