কালো চশমার ফাঁক ফোকর।
সেই থেকে তোমার দেশে শরৎকাল আসলে
আমার দেশে বর্ষার প্লাবন আসে।
শরতের পর শীতকাল তখন তুমি দামী
কম্বলের উষ্ণতায় ঠোঁটের সাথে ঠোঁট মিলাও।
আমি তখন প্রকৃতির সাথে লড়াই করি
ভাগ্য বদলে দিগভ্রান্ত হয়ে ছুটে বেড়াই
প্রকৃতির মত মানুষগুলিও হয়তো মজা পায় ।
আমার প্রতি তোমার মোহ কমতে শুরু করেছে
আগেই আমাকে জানাতে পারতে
আবেগ দিয়ে প্রেম ভালোবাসা হয়
শরতের কাশফুলে ভ্রমর হওয়া যায় না।
এই চোখ উঠার জটিল সময় আমি কালো
চশমা পরে পথ চলি
সত্যিই বলছি এটা কেনো আভিজাত্য নয়
তোমার নজর হতে বেঁচে থাকার ব্যর্থ প্রয়াস মাত্র।
আমার দেশে বর্ষার প্লাবন আসে।
শরতের পর শীতকাল তখন তুমি দামী
কম্বলের উষ্ণতায় ঠোঁটের সাথে ঠোঁট মিলাও।
আমি তখন প্রকৃতির সাথে লড়াই করি
ভাগ্য বদলে দিগভ্রান্ত হয়ে ছুটে বেড়াই
প্রকৃতির মত মানুষগুলিও হয়তো মজা পায় ।
আমার প্রতি তোমার মোহ কমতে শুরু করেছে
আগেই আমাকে জানাতে পারতে
আবেগ দিয়ে প্রেম ভালোবাসা হয়
শরতের কাশফুলে ভ্রমর হওয়া যায় না।
এই চোখ উঠার জটিল সময় আমি কালো
চশমা পরে পথ চলি
সত্যিই বলছি এটা কেনো আভিজাত্য নয়
তোমার নজর হতে বেঁচে থাকার ব্যর্থ প্রয়াস মাত্র।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপূর্ব দেব ১৬/০২/২০২৪সুন্দর কবিতা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০৫/২০২৩অনন্য
-
কাজী জুবেরী মোস্তাক ০২/১০/২০২২অসাধারণ একটা কবিতা পড়লাম
-
বোরহানুল ইসলাম লিটন ০২/১০/২০২২অতুলণীয় কাব্যিকতায় সমাপ্তি টানলেন প্রিয় কবি!
প্রকৃতি ও প্রেম মিলে গেছে এক বিন্দুতে!
মুগ্ধতা রইল অপরিসীম!
আন্তরিক শুভেচ্ছা
জানবেন
সতত। -
শ.ম. শহীদ ৩০/০৯/২০২২অসাধারণ একটা কবিতা।
-
অভিজিৎ হালদার ৩০/০৯/২০২২সুন্দর মনের ভাবনা
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ৩০/০৯/২০২২সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৯/২০২২ভালো।